in , ,

২৪ কোটি টাকায় বিক্রি বিশ্বের প্রথম টুইট!

টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জ্যাক ডরসির একটি টুইট ২ দশমিক ৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৪ কোটি টাকা।‘just setting up my twttr’ লিখে ২০০৬ সালের ২১ মার্চ ওই টুইটটি করেছিলেন ডরসি।বিশ্বে এটিই প্রথম টুইট যা কি না ২৪ কোটি টাকায় বিক্রি হলো।

টুইটটি কিনে নিয়েছেন সিনা এসতাভি নামের মালয়েশিয়ার এক ব্যবসায়ী। দাতব্য কাজে টুইটটি নিলামে তুলেছিলেন ডরসি। ইদার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টুইটটি কেনা হয়েছে। 
 
টুইটটি কিনতে পেরে খুব খুশি ওই ব্যবসায়ী। তিনি বলেছেন, এটি শুধুই একটি টুইট নয়। আমি বিশ্বাস করি পরে এই টুইটের আসল মূল্য মানুষ বুঝতে পারবে, মোনালিসার চিত্রকর্মের মতো।

Report

What do you think?

Written by Sabbir Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

গুগলে যে ৫টি জিনিস কখনো সার্চ করবেন না

৪ কোটি টাকায় কেনা বাড়িতে থাকতে পারবে না কেউ!