বনকর্মীরা একটি হাতির শাবক উদ্ধার করেছে কক্সবাজার জেলার টেকনাফ থেকে ।
গতকাল বুধবার বিকেলে শাবকটি টেকনাফ উপজেলার হোয়াইক্যং বন রেঞ্জের আওতাধীন হোয়াইক্যং-শামলাপুর সড়ক সংলগ্ন খাইখালী খালের পাশ থেকে উদ্ধার করা হয়।
শাবকটির উচ্চতা তিন ফুট ।
বনকর্মীদের ধারণা, দলছুট হওয়ার কারণে পথভ্রষ্ট হয়ে ভিন্ন পথে চলে আসায় শাবকটি একাকি হয়ে পড়ে। ঘটনাস্থলে পৌছে হাতির শাবকটি হোয়াইক্যং বনরেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন হোয়াইক্যং বনরেঞ্জ কর্মকর্তা আব্দুল মতিন । দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির হাতির শাবক উদ্ধারের খবর পেয়ে হোয়াইক্যং যান। বিষয়টি নিশ্চিত করে তিনি একটি পত্রিকাকে জানান । হাতির শাবকটিকে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারায় অবস্থিত বঙ্গবন্ধু সার্ফারি পার্কে পাঠানো হয়েছে এবং শাবকটি সুস্থ আছে।’
GIPHY App Key not set. Please check settings