in

ইতিহাসের ভয়ঙ্কর ১০ মারণ অসুখ

Clothes infected by the Black Death being burnt in medieval Europe, circa 1340. The Black Death was thought to have been an outbreak of the bubonic plague, which killed up to half the population of Europe. An illustration from the 'Romance of Alexander' in the Bodleian Library, Oxford. (Photo by Hulton Archive/Getty Images)

  • Question of

    ১৩৪৬ থেকে ১৩৫৩ সালে কোন মহামারি জাহাজের ইঁদুরের মাধ্যমে ইউরোপ থেকে এশিয়ায় ছড়ায়, যার নাম দেওয়া হয় ‘ব্ল্যাক ডেথ’?

    • বুবোনিক প্লেগ
    • কালা জ্বর
    • জাহাজ বমি
    • কোনটাই না
  • Question of

    ১৯৭৬ সালে আফ্রিকার কঙ্গো দেশে কোন অসুখ প্রথম ধরা পড়ে যা পরবর্তী কালে মহামারির আকার নেয় এবং ‘গে প্লেগ’ হিসেবে পরিচিত হয়?

    • এইডস
    • নিউমোনিয়া
    • কলেরা
    • কোনটাই
  • Question of

    কঙ্গো নদীর একটি উপনদীর নামে এই ভাইরাসের নামকরণ। ১৯৭৬ সালে আফ্রিকার দু’টি জায়গায় রক্তস্রাব ও জ্বরে দু’টি মৃত্যু দিয়ে শুরু। এই মারাত্বক ভাইরাসের নাম কী?

    • এইচ১এন১
    • ইবোলা
    • এইচআইভি
    • কোনটা না
  • Question of

    এডিস মশা মূলত দিনের বেলা কামড়ায়। এই কামড় থেকে কোন ভাইরাল অসুখ হয়, যার উপসর্গ জ্বর, ফুসকুড়ি ও কনজাংটিভাইটিস?

    • আলফা
    • জিকা
    • বিটা
    • কোনটা না
  • Question of

    গ্রীষ্মপ্রধান দেশে এখনও গড়ে বছরে ৪০ থেকে ৫০ হাজার মানুষ এই অসুখে মারা যান। যকৃৎ ও প্লীহার এই রোগের পোশাকি নাম লেশ্ম্যানিয়াসিস। এর ওষুধের উদ্ভাবক ডাঃ ব্রহ্মচারী। অসুখটির প্রচলিত নাম কী?

    • ক্যান্সার
    • টিবি
    • কালা জ্বর
    • কোনটা না
  • Question of

    ২০০৯ সালে এইচ১এন১ ভাইরাসের এই অসুখ প্রথম মেক্সিকোর মানুষের মধ্যে পাওয়া যায়। অসুখটি কী বলতে পারেন?

    • সোয়াইন ফ্লু
    • বার্ড ফ্লু
    • ইনফ্লুয়েঞ্জা
    • কোনটা না
  • Question of

    ২০০২-০৩ সালের মধ্যে দক্ষিণ চিন থেকে উঠে এসে এই ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। পরবর্তী কালে দেখা যায় এটি চিনের ইউনান প্রদেশ থেকে বাদুড়ের মাধ্যমে ছড়ায়। বলতে পারেন কী এই রোগ?

    • এসএআরএস
    • অ্যালফালফা
    • মিউরিন
    • কোনটা না
  • Question of

    ১৯১৮-২০ সালের মধ্যে যে ইনফ্লুয়েঞ্জা ৫০ কোটি মানুষকে সংক্রামিত করে ও ১০ কোটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তার নাম কী?

    • কক্স
    • স্পেনীয় ফ্লু
    • মিনা মাটা
    • কোনটাই না
  • Question of

    ১৯১৬ সালে নিউ ইয়র্কে পোলিয়োর দাপটে ২৭ হাজার মানুষ আক্রান্ত হন। মারা যান ৬ হাজারের ওপর মানুষ। স্বয়ং রাষ্ট্রপতি রুজভেল্ট এই রোগের শিকার হন। কী সেই টীকা যা আবিষ্কার হয় এই রোগের প্রতিষেধক হিসেবে?

    • বুসট্রিক্স
    • সাল্ক
    • অ্যাডা সেল
    • কোনটাই না
  • Question of

    দঃ আমেরিকা, আফ্রিকার গ্রীষ্মপ্রধান অঞ্চলে এই রোগের প্রাদুর্ভাব বেশি। এই রোগে আক্রান্ত হলে তীব্র জ্বর, মাথা ব্যথা, বমি ও ডায়রিয়া দেখা দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় হার্ট, লিভার, কিডনি। রোগী কোমাতেও চলে যেতে পারেন। হয় মৃত্যুও। কী এই রোগ?

    • ডিপথেরিয়া
    • ইয়েলো ফিভার
    • কলেরা
    • কোনটাই না

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

Written by Sabbir Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

Adit feat. Elita and Mahadi – Harano Akash

ছবি দেখুন নাম বলুন।