ফিনল্যান্ডের ছবি দেখে যে কারোরই মনে হবে এটা বুঝি ভিঞ্চি বা ভ্যান গগের আঁকা কোন দুর্লভ চিত্র। এদেশের সৌন্দর্য মিনিটে মিনিটে বদলায়। শীতকালে একরকম, গ্রীষ্মে একরকম। বর্ষায় এক, তো বসন্তে আরেক। দিনে একধরনের ডালা সাজিয়ে বসে ফিনল্যান্ডের প্রকৃত, আর রাতে পুরোপুরি বদলে গিয়ে অন্য এক রূপ ধারন করে। সেটা দিনের চেয়েও অনেক সুন্দর। ফিনল্যান্ডের মানুষ শতভাগ শিক্ষিত।
তবে তারা খুব বেশি মিশুক নয়। অযথা গায়ে পড়া স্বভাব দেখলে তারা বিরক্ত হয়। কিন্তু একটা ড্রিংক অফার করলেই দেখবেন তারা আপনার বন্ধু হয়ে গেছে। এখানে পানির চেয়ে বেশি পান করা হয় মদ, কিন্তু মাতাল হওয়াটা এখানকরা মানুষের স্বভাবে নেই। প্রকৃতির খুব কাছাকাছি হারাতে চাইলে ফিনল্যান্ড হতে পারে আপনার জন্য সবচেয়ে উত্তম জায়গা। তাহলে আর দেরি কেন? ব্যাগ গুছিয়ে ছুট লাগান!
GIPHY App Key not set. Please check settings