মাটির নিচে ধিকে ধিকে জ্বলছে আগুন, আর উপরে ঢেকে আছে বরফে। সাগর, পাহাড়, ঝর্ণা – সবকিছুই আছে যে দেশে তার নাম আইসল্যান্ড। ইউরোপের অন্যতম সুন্দর এই দেশটির মাটির নিচে আছে অসংখ্য সুপ্ত আগ্নেয়গিরি। মাঝে মাঝেই সেগুলো থেকে আগ্নেয়োৎপাত ঘটে। আর এর উপরের অংশটা হিমশীতল বরফে ঢাকা। কি অদ্ভুত বৈপরিত্য, তাই না? ভাইকিং জলদস্যুদের আড্ডাখানা ছিল আইসল্যান্ড। এর সৌন্দর্য কোন মানব সন্তানের পক্ষে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়।
স্রষ্টা অনেকটা সময় নিয়ে যত্ন করে যেন সাজিয়েছেন এই দেশটাকে নিজের মত করে। আইসল্যান্ডে এসে যদি আপনার মনে হয় যে আপনি ভুল করে অন্যকোন গ্রহে চলে এসেছেন তাহলে আপনাকে ঠিক দোষ দেওয়া যাবে না মোটেও। এই জীবনে আর কোথাও যান আর না যান, একবার আইসল্যান্ড অবশ্যই যাবেন। নয়তো প্রকৃতি যে কি ভয়ংকর সুন্দর হতে পারে সেটার চাক্ষুষ অভিজ্ঞতা লাভ করা থেকে বঞ্চিত থেকে যাবেন।
GIPHY App Key not set. Please check settings