in

বিভিন্ন স্থানের বর্তমান ও প্রাচীন নাম সমুহ।

আজকের কুইজ বিভিন্ন স্থানের বর্তমান ও প্রাচীন নাম সমুহ।

  • Question of

    ঘূর্ণিঝড় ‘সিডর’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

    • হিন্দি
    • সিংহলী
    • আরবি
    • পশতু
  • Question of

    বাংলার এককালের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল

    • রামাবর্তী পান
    • কর্ণসুবর্ণ
    • পুণ্ড্রনগর
    • রামাবর্তী
  • Question of

    পুণ্ড্র বর্ধনের বর্তমান নাম

    • পাবনা
    • কুমিল্লা
    • মহাস্থানগড়
    • পাহাড়পুর
  • Question of

    সিরডাপ (CIRDAP) এর সদর দপ্তর কোথায়?

    • দিল্লি
    • পোল্যান্ড
    • ঢাকা
    • ইসলামাবাদ
  • Question of

    প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’ বর্তমান নাম কি?

    • ঢাকা
    • কুমিল্লা
    • বরিশাল
    • হাতিয়া
  • Question of

    কোনটি বরিশালের পূর্বনাম নয় ?

    • আলয়
    • চন্দ্রদ্বীপ
    • ইসমাইলপুর
    • সুধারাম
  • Question of

    নোয়াখালীর পূর্বনাম কি ছিল ?

    • সুজানগর
    • নাসিরাবাদ
    • পূর্বাশা
    • সুধারাম
  • Question of

    সুধারাম’ কোন জেলার পূর্বনাম?

    • যশোর
    • নোয়াখালী
    • বরিশাল
    • দিনাজপুর
  • Question of

    কুমিল্লার পূর্ব নাম কি?

    • ত্রিপুরা
    • জাহাঙ্গীরনগর
    • নাসিরাবাদ
    • ইসলামপুর
  • Question of

    সিলেটের প্রাচীন নাম ছিল

    • শ্রীহট্ট
    • জালালাবাদ
    • শ্রীভূমি
    • আফজালাবাদ
  • Question of

    কোনটি ঢাকা বা চট্টগ্রাম বা সিলেটের অপর নাম নয় ?

    • জাহাঙ্গীরনগর
    • ইসলামাবাদ
    • ইসলামপুর
    • জালালাবাদ
  • Question of

    ময়নামতির পূর্ব নাম কি?

    • লালমাই
    • রোহিতগিরি
    • বড় কামতা
    • কোনটিই নয়
  • Question of

    রোহিতগিরি’ কোন স্থানের পূর্ব নাম

    • বরিশালের
    • বগুড়া্র
    • সিলেটের
    • ময়নামতির
  • Question of

    ঢাকার গুলিস্থানে অবস্থিত ‘জিরো পয়েন্ট’ এর বর্তমান নাম কি?

    • এলিফ্যান্ট পয়েন্ট
    • দোয়েল চত্বর
    • নূর হোসেন স্কোয়ার
    • বিজয় উল্লাস
  • Question of

    বেইলী রোড এর নতুন নাম কি ?

    • থিয়েটার এভিনিউ
    • নাট্য সদন
    • নাটক সরণী
    • ব্রডওয়ে
  • Question of

    The first SARRC summit was held in-/ প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

    • Dhaka
    • Islamabad
    • New Delhi
    • Mali
    • Kathmundu
  • Question of

    সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত?

    • ১৯৮৫ সালে ঢাকায়
    • ১৯৮৩ সালে দিল্লিতে
    • ১৯৮৪ সালে কলম্বোতে
    • ১৯৮৬ সালে মালেতে
  • Question of

    সোনালী আঁশের দেশ কোনটি?

    • ভারত
    • শ্রীলংকা
    • পাকিস্থান
    • বাংলাদেশ
  • Question of

    সার্কের প্রথম মহাসচিব কে?

    • জনাব আবুল আহসান
    • জনাব কিউ.এ.এম. রমি
    • জনাব ইব্রাহিম হোসেন জাকি
    • জনাব সৈয়দ নাঈম-উল-হাসান
  • Question of

    — is known as the city of mosques

    • Islamabad
    • Istambul
    • Dhaka
    • Jakarta
  • Question of

    কোন বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় ?

    • চট্টগ্রাম
    • মংলা
    • ঢাকা
    • চাঁদপুর
  • Question of

    বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয়?

    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • সিলেট
  • Question of

    ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় —- কে ?

    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • খুলনা
  • Question of

    কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের ‘সাগরকন্যা’ বলা হয় ?

    • কক্সবাজার
    • সেন্টমাটিন
    • পতেঙ্গা
    • কুয়াকাটা
  • Question of

    সাগরকন্যা’ কোন এলাকার ভৌগলিক নাম?

    • টেকনাফ
    • কক্সবাজার
    • খুলনা
    • পটুয়াখালী
  • Question of

    প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত কোনটি ?

    • মংলা
    • চট্টগ্রাম
    • নারায়ণগঞ্জ
    • টঙ্গী
  • Question of

    সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?

    • ভারত
    • বাংলাদেশ
    • শ্রীলঙ্কা
    • মালদ্বীপ
  • Question of

    কোন গোষ্ঠি থেকে বাঙালী জাতির প্রধান অংশ গড়ে উঠেছে ?

    • নেগ্রিটো
    • ভোটচীন
    • দ্রাবিড়
    • অস্ট্রিক
  • Question of

    বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?

    • আর্য
    • মোঙ্গল
    • পুণ্ড্র
    • দ্রাবিড়
  • Question of

    বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?

    • বাঙালি
    • আর্য
    • নিষাদ
  • Question of

    আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল?

    • বাহরাইন
    • ইরাক
    • মেক্সিকো
    • ইরান
  • Question of

    আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?

    • ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে
    • হিমালয়ের পাদদেশে নেপালের দক্ষিনে
    • ভাগিরথী নদীর পশ্চিম তীরে
    • আফগানিস্থানের দক্ষিন-পূর্ব পাহাড়ি এলাকায়
  • Question of

    আর্যদের ধর্মগ্রন্থের নাম কী?

    • ত্রিপিটক
    • উপনিষদ
    • বেদ
    • ভগবৎ গীতা
  • Question of

    বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?

    • সংস্কৃত
    • বাংলা
    • অস্ট্রিক
  • Question of

    নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীয় অন্তর্ভুক্ত?

    • অ্যালপাইন
    • আদি-অস্ট্রেলীয়
    • নার্কিড
    • মঙ্গোলীয়
  • Question of

    বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?

    • হরিকেল
    • তাম্রলিপি
    • পুণ্ড্র
    • গৌড়
  • Question of

    বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম

    • রাঢ়
    • চট্টলা
    • শ্রীহট্ট
    • কোনটিই নয়
  • Question of

    বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীন জনপদের নাম

    • সমতট
    • পুণ্ড্র
    • বঙ্গ
    • হরিকেল
  • Question of

    প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?

    • বগুড়া ও দিনাজপুর অঞ্চল
    • কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
    • ঢাকা ও ময়মসিংহ অঞ্চল
    • বৃহওম সিলেট অঞ্চল
  • Question of

    সমতট জনপদ কোথায় অবস্থিত ?

    • রংপুর অঞ্চল
    • খুলনা অঞ্চল
    • কুমিল্লা অঞ্চল
    • সিলেট অঞ্চল
  • Question of

    বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল ?

    • সমতট
    • পুণ্ড্রবর্ধন
    • বঙ্গ
    • রাঢ়
  • Question of

    বরেন্দ্রভূমি নামে পরিচিত

    • ময়নামতি ও লালমাই পাহাড়
    • মধুপুর ও ভাওয়াল গড়
    • সুন্দরবন
    • রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশের
  • Question of

    বরেন্দ্র বলতে কোন এলাকাকে বুঝায় ?

    • উত্তর বঙ্গ
    • পশ্চিমবঙ্গ
    • উত্তর-পশ্চিমবঙ্গ
    • দক্ষিণ-পূর্ববঙ্গ
  • Question of

    রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত

    • পলল গঠিত সমভূমি
    • বরেন্দ্রভূমি
    • উত্তরবঙ্গ
    • মহাস্থানগড়
  • Question of

    বাংলাদেশের কোন বিভাগে ‘বরেন্দ্রভূমি’ অবস্থিত?

    • সিলেট
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
  • Question of

    চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম

    • রাঢ়
    • বঙ্গ
    • হরিকেল
    • পুণ্ড্র
    • গৌড়
  • Question of

    সিলেট — প্রাচীন জনপদের অন্তর্গত-

    • বঙ্গ
    • পুণ্ড্র
    • সমতট
    • হরিকেল
  • Question of

    প্রাচীন বাংলায় নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল

    • হরিকেল
    • সমতট
    • বরেন্দ্র
    • রাঢ়
  • Question of

    প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত

    • বগুড়া
    • কুমিল্লা
    • বর্ধমান
    • বরিশাল
  • Question of

    বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?

    • আকবরনামা
    • আলমগীরনামা
    • আইন-ই-আকবরী
    • তুজুক-ই-আকবর

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

Written by Azaher Ali Rajib

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0
10

বর্তমান সময়ের বাংলাদেশের ওয়াজ মাফিলের আলোচিত ১০জন হুজুর।

10

বাংলাদেশের সেরা কিছু ব্যান্ড শিল্পী।