in

বিসিএস সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী-১৬.০৫.২০২০

বাংলাদেশের বিভিন্ন স্থানের বর্তমান ও প্রাচীন নাম এবং গুরুত্বপূর্ণ জনপদ বিসিএস সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী।

  • Question of

    মাওয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত ?

    • হালদা
    • তিস্তা
    • তিতাস
    • করতোয়া
  • Question of

    ঢাকা যে নদীর তীরে অবস্থিত

    • ইরাবতী
    • বুড়িগঙ্গা
    • শীতলক্ষ্যা
    • ব্রহ্মপুত্র
  • Question of

    সিলেট কোন নদীর তীরে অবস্থিত?

    • আড়িয়াল খাঁ
    • সুরমা
    • চন্দনা
    • রূপসা
  • Question of

    বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?

    • কীর্তনখোলা
    • মেঘনা
    • আড়িয়াল খাঁ
    • কোনটিই নয়
  • Question of

    যশোর কোন নদীর তীরে অবস্থিত ?

    • পশুর
    • গড়াই
    • কপোতাক্ষ
  • Question of

    কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত ?

    • গড়াই
    • আত্রাই
    • পদ্মা
    • মহানন্দা
  • Question of

    মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত?

    • মধুমতি
    • আড়িয়াল খাঁ
    • পদ্মা
    • কুমার
  • Question of

    টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?

    • পদ্মা
    • যমুনা
    • নাফ
    • কর্ণফুলী
  • Question of

    মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

    • করতোয়া
    • গঙ্গা
    • ব্রহ্মপুত্র
  • Question of

    বাংলাদেশের মহাস্থানগড়ের পুর্বদিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কি?

    • কাঞ্চন
    • কালীগঙ্গা
    • কপোতাক্ষ
    • করতোয়া
  • Question of

    গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত ?

    • ভৈরব
    • মেঘনা
    • রূপসা
    • সুরমা
  • Question of

    সারদা পুলিশ একাডেমী কোন নদীর তীরে অবস্থিত ?

    • পদ্মা
    • যমুনা
    • করতোয়া
    • আত্রাই
  • Question of

    নদীর তীরবর্তী শহর-বন্দর নিম্নের কোনটি সঠিক ?

    • শিলাইদহ-মেঘনা
    • চালনা-যমুনা
    • সারদা-পদ্মা
    • ঠাকুরগাঁও-পশুর
  • Question of

    পুরাতন ব্রহ্মপুত্র নদটি কোন জেলার উপর দিয়ে প্রবাহিত ?

    • জামালপুর
    • সিরাজগঞ্জ
    • মানিকগঞ্জ
    • ময়মনসিংহ
  • Question of

    মহানন্দা’ নদী কোন জেলায় ?

    • দিনাজপুর
    • রংপুর
    • বগুড়া
    • পাবনা
  • Question of

    ভৈরব’ নদীর তীরে কোন শহর অবস্থিত ?

    • খুলনা
    • আশুগঞ্জ
    • মুন্সীগঞ্জ
    • খুলনা
  • Question of

    ভৈরব’ নদীর অবস্থান কোথায় ?

    • কিশোরগঞ্জ
    • পঞ্চগড়
    • বরিশাল
    • ঝিনাইদহ
  • Question of

    চেঙ্গী নদী’ কোন জেলায় অবস্থিত?

    • বান্দরবান
    • খাগড়াছড়ি
    • পটুয়াখালী
    • সিলেট
  • Question of

    প্রস্তাবিত টিপাইমুখ বাঁধটি যে দুই নদীর সংযোগস্থলে তৈরী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে

    • বরাক, তুইভাই
    • সুরমা, কুশিয়ারা
    • খোয়াই, কুশিয়ারা
    • সুরমা, বরাক
  • Question of

    টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

    • আসাম
    • মনিপুর
    • মিজোরাম
    • নাগাল্যাণ্ড
  • Question of

    চলন বিল কোথায় অবস্থিত?

    • সিরাজগঞ্জ ও পাবনা
    • পাবনা ও নড়াইল
    • পাবনা ও নাটোর
    • সিরাজগঞ্জ ও নাটোর
  • Question of

    চলন বিল বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত ?

    • সিলেট
    • ঢাকা
    • ময়মনসিংহ
    • যশোর-কুষ্টিয়া
  • Question of

    The major part of Chalan Beel cover which of the following districts ?

    • Pabna
    • Bogra
    • Dinajpur
    • Rangpur
  • Question of

    The major part of Chalan Beel cover which of the following districts ?

    • Pabna
    • Bogra
    • Dinajpur
    • Rangpur
  • Question of

    বাংলাদেশের মিঠা পানির মাছের উৎস

    • চলন বিল
    • হাকালুকি
    • হাইল
    • সবগুলোই
  • Question of

    ভবদহ বিল অবস্থিত

    • ফরিদপুর
    • নওগাঁ
    • যশোরে
    • পটুয়াখালীতে
  • Question of

    বাংলাদেশের বৃহত্তম হাওড়

    • পাথরচাওলি
    • হাইল
    • চলন বিল
    • হাকালুকি
  • Question of

    হাকালুকি’ একটি

    • বনভূমি
    • নদী
    • হাওড়
    • পাহাড়
  • Question of

    বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হাকালুকি কোন জেলায় অবস্থিত?

    • হবিগঞ্জ
    • সুনামগঞ্জ
    • রাজশাহী
    • মৌলভীবাজার
  • Question of

    হাইল হাওড়’ কোন জেলায় অবস্থিত ?

    • নেত্রকোনা
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
    • মৌলভীবাজার
  • Question of

    টাঙ্গুয়ার হাওড় কোন জেলায় অবস্থিত?

    • সুনামগঞ্জ
    • মোহনগণ
    • টাঙ্গাইল
    • সিলেট
  • Question of

    মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?

    • রাঙ্গামাটি
    • সিলেট
    • বরগুনা
    • মৌলভীবাজার
  • Question of

    বাংলাদেশে জলপ্রপাত রয়েছে

    • জাফলং
    • রাঙ্গামাটি
    • মাধবকুণ্ড
    • ইমছড়ি
  • Question of

    হিমছড়ি’ কোন শহরের নিকট অবস্থিত?

    • কক্সবাজার
    • খাগড়াছড়ি
    • রাঙ্গামাটি
    • কাপ্তাই
  • Question of

    বংলাদেশের শীতল পানির ঝর্না কোন জেলায় অবস্থিত?

    • মৌলভীবাজার
    • কক্সবাজার
    • চট্টগ্রাম
    • সিলেট
  • Question of

    বাংলাদেশ উষ্ণজলের ঝর্ণাধারা অবস্থিত

    • সালুকি
    • হাকালুকি
    • সীতাকুণ্ড
    • হিমছড়ি
  • Question of

    বাংলাদেশের জলবায়ুর নাম কি ?

    • নাতিশীতোষ্ণ
    • নিরক্ষীয়
    • ক্রান্তীয়
    • ক্রান্তীয় মৌসুমী
  • Question of

    বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ (প্রায়) কত?

    • ২৯০ সে.মি
    • ১৮০ সে.মি
    • ১২০ সে.মি
    • ২০৩ সে.মি
  • Question of

    বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত ?

    • ১,৫০০ মি.মি
    • ২,০০০ মি.মি
    • ২,৩৭৫ মি.মি
    • ২,৫০০ মি.মি
  • Question of

    বাংলাদেশের বৃষ্টিপাতের কতভাগ বর্ষাকালে হয় ?

    • ৪০%
    • ৮০%
    • ২০%
  • Question of

    বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?

    • দিনাজপুর
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • সিলেট
  • Question of

    Where do we have the highest annual rainfall in Bangladesh ?

    • Kaptai
    • Srimongol
    • Dhaka
    • Barisal
    • Sylhet
  • Question of

    বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়?

    • লালপুর
    • জাফলং
    • মাধবকুণ্ড
    • লালখানে
  • Question of

    বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের অঞ্চল

    • পঞ্চগড়
    • পাহাড়পুর
    • চাঁপাইনবাবগঞ্জ
    • লালপুর
  • Question of

    বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত?

    • ৩০°সেঃ
    • ২৬°সেঃ
    • ২৫°সেঃ
    • ২৭°সেঃ
  • Question of

    বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?

    • নাটোরের লালপুর
    • পাবনার ঈশ্বরদী
    • রাজশাহী সদর
    • যশোর শহর
  • Question of

    বাংলাদেশের শীতলতম স্থান কোনটি?

    • লালমাই
    • শ্রীমঙ্গল
    • লালপুর
    • লালখান
  • Question of

    বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?

    • এপ্রিল
    • মে
    • জুন
    • আগস্ট
  • Question of

    বাংলাদেশের শীতলতম মাস কোনটি?

    • জানুয়ারি
    • ফেব্রুয়ারি
    • ডিসেম্বর
    • নভেম্বর
  • Question of

    কোন কোন মাসে কাল-বৈশাখী ঝড় হয়?

    • ফাল্গুন-চৈত্র
    • চৈত্র-বৈশাখ
    • বৈশাখ-জৈষ্ঠ
    • বৈশাখ

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

Written by Azaher Ali Rajib

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

বিসিএস সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী।

10

আমাদের দেশের সর্বকালের সেরা জনপ্রিয় দশ নায়ক।