১।ওপেন বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুনঃ কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ গুরুত্বপুর্ন যার মাধ্যমে আপনার সাথে কথা বলা অপরজন কম্ফোর্ট ফিল করে কথা বলতে।আপনি বডি এক্সপ্রেশন দিয়ে কথা বললে অনেক স্মার্ট দেখায় কথোকপথন গুলা।
২।আই কন্টাক্ট বা চোখের যোগাযোগ করুনঃ যার সাথে কথা বলছেন তার চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করুন তার বিশ্বাস আপনার প্রতি তৈরি হবে।মাঝে মাঝে তার নাকের ডগা অথবা ড্রেস অর শার্টেড় বুতামের দিকে থাকাতে পারেন।
৩।আপনার প্রচলিত জিনিসগুলি ভাগ করুন মানে যে বিষয় গুলো আপনার কাছে খুব কমনঃ আপনি যে সব বিষয়ে ভালো পারদর্শি ঐ সব টপিক নিয়ে কথা বলার চেষ্টা করুন দেখবেন অনেক মজা পাবেন এবং সহজেই গদ গদ করে কথা বলতে পারবেন।
৪।মুখ হাসোজজ্জ্বল রাখুনঃ প্রতিটি সফল মানুষের সফলতার পিছনে যে কারন রয়েছে তা হলো মুখের স্মাইল বা হাসি।সবার সাথে হাসি খুশি থেকে কথা বলার অভ্যাস না থাকলে দ্রুত করে নিন।
৫।অপরজন কে কথা বলতে দিনঃ কথা বলার সময় আমরা কিছু মানুষ শুধু নিজেরাই একাধারে কথা বলেই যাই অপরজন কে কথা বলার সূযোগ দেই না।এটা এক প্রকার বোকামি বটে।আপনি কথা বলছেন আপনার সাথের অপরজন কেও কথা বলার সুযোগ দিন
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings