গাড়িপ্রেমীদের কাছে ২০১৯ সালটি ছিল বিশেষ একটি বছর। কার, ট্রাক আর এসইউভি’র নতুন নতুন সব ডিজাইন বছরজুড়েই সবার নজর কেড়েছে। ২০১৯ সালে গাড়িপ্রেমী নজর কেড়ে নেওয়া কিছু গাড়ি নিয়েই আজকের প্রতিবেদন।
#1 বেন্টলে ফ্লাইয়িং স্পার
ডব্লিউ.ও. বেন্টলে ১৯১৯ সালে যখন বেন্টলে মোটরস গঠন করেছিলেন, তিনি এমন গাড়ি তৈরির স্বপ্ন দেখেছিলেন যেটা একই সঙ্গে হবে দ্রুতগামী, ভাল এবং মানের দিক থেকেও এক নম্বর। বর্তমানে এটা নিঃসন্দেহেই বলা যায় যে, ডব্লিউ.ও. বেন্টলের সেই স্বপ্ন পূরণ হয়েছে। ব্রিটেনে তৈরি নতুন ফ্লাইং স্পারগুলো ঠিক সেরকম গাড়ি, যেরকমটা ডব্লিউ.ও. বেন্টলে চেয়েছিলেন। সর্বশেষ যে ফ্লাইং স্পার বাজারে এসেছে সেটি একই সঙ্গে দ্রুতগতিসম্পন্ন এবং ভালো মানের একটি গাড়ি। ঘন্টায় এর গতি ২০৭ মাইল পর্যন্ত তোলা সম্ভব।
#2 বিএমডব্লিউ এক্স ৩ এম
অভিজাত গাড়ি কেনার চিন্তা করলে প্রথম সারির যে গাড়িগুলোর কথা মাথায় আসে, তার মধ্যে বিএমডব্লিউ অন্যতম। আর এক্স৩ হলো বিএমডব্লিউ সিরিজের সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর একটি। ২০১৯ সালে এই জার্মান গাড়ি কোম্পানিটি এই এক্স৩ এর সঙ্গে এম এর সংমিশ্রণ ঘটিয়েছে। যার ফলে গাড়িপ্রেমীরা এসইউভি’র মধ্যেই স্পোর্টস কারের অনুভূতিটা পাবেন।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
#3 ফোর্ড এক্সপ্লোরার
#4 ফোর্ড শেলবি জিটি৫০০
#5 হুন্দাই প্যালিসেড
#6 হুন্দাই ভেলোস্টার এন
#7 জিপ গ্লাডিয়েটর
গত ৩০ বছর ধরে জিপ তাদের লাইন আপে পিকআপ ট্রাক যুক্ত করেনি। কিন্তু ২০২০ সালে তারা সেটাই করতে যাচ্ছে। সাধারণৎ আমরা যে পিকআপগুল দেখি, জিপ এর পিকআপ তার চেয়ে বাড়তি কিছু হবে এটা চোখ বন্ধ করেই বলে দেওয়া যায়। জিপ জানিয়েছে, তাদের নতুন পিকআপগুলোতে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ওপেন টপ ড্রাইভিং সিস্টেম
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
#8 কিয়া টেলুরাইড
#9 ল্যাম্বারগিনি হুরাকান ইভো স্পাইডার
সবশ্রেণির মানুষ ল্যাম্বারগিনি কেনে না। কিন্তু মজার বিষয় হলো গাড়ি কিনতে গেলে ল্যাম্বারগিনির হুডখোলা গাড়িগুলোর দিকে বারবার করে ফিরে তাকায় না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ল্যাম্বারগিনি হুরাকান ইভো স্পাইডারও সেরকমই। একই সঙ্গে শান্ত, স্তিমিত কিন্তু আক্রমণাত্মক ডিজাইনের এই মডেলটি গাড়িপ্রেমীদের হৃদয়ে রীতিমতো ঝড় তুলছে।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
#10 নিশান ভারসা
বহু বছর ধরেই আমেরিকার বাজারে সবচেয়ে কম দামের গাড়ি হলো নিশান ভারসা। গত বছরও তারা লো রেঞ্জের নোট এস গাড়ি বাজারে ছেড়েছে। নিশান সিডানের ইন্টেরিয়ার ও এক্সটেরিয়ার স্টাইলের উপরে দেয়া নোট নিয়েই এই নতুন সংস্করণ। নিশান নোটের ১০৯ এইচপি, ১.৬ লিটার ইনলাইন ফোর সিলিন্ডার ইঞ্জিন অনেকটা ভারসা সিডানের মতোই। কিন্তু ভারসা সিডানে ম্যানুয়াল ট্রান্সমিশন নেই। এমনকি নোট এস ভার্শনে অটোম্যাটিক ভ্যারিয়েবল ট্রান্সমিশনের ব্যবস্থা রেখেছে।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
#11 পোলেস্টার ১
#12 পোরশে ৯১১
#13 র্যাম
#14 সুবারু আউটব্যাক
#15 টয়োটা জিআর সুপরা
২০ বছরেরও বেশি সময় পর টয়োটা তাদের জনপ্রিয় স্পোর্টস কারের মডেলটি আবারও ফিরিয়ে এনেছে। সুপরা বিএমডব্লিউ এর সঙ্গে তাদের প্লাটফরম শেয়ার করছে। সুপরার কিছু মেশিন বিএমডব্লিউ তৈরি করেছে। কিন্তু ডিজাইন টয়োটার সেই পুরনো স্পোর্টস কারের আদলেই করা হয়েছে।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings