in

১০ ধরনের মানুষ যাদের সবসময় দেখা যাবে জিম গুলোতে

আমাদের বাঙালিদের মধ্যে ১০ ধরনের মানুষ যাদের সবসময় দেখা যাবে জিম গুলোতে !!!

আমরা কম বেশি সবাই স্বাস্থ-রক্ষা করতে আগ্রহি। জিম এ আমরা এই কারণে সবাই যাওয়া আশা করে থাকি। এই জিম এ আমরা অনেকেই অনেক রকমের ব্যক্তিত্ত দেখি যেগুলা অনেক সময় খুব মজাদার আবার খুব অস্বস্তিকর। এরকমই কিছু ব্যক্তিত্ত ১০ জন বাঙালী যাদের নিয়ে কিছু কথা।

#1 অতি রঞ্জিত বয়ষ্ক ব্যক্তি

অতি আগ্রহি বয়ষ্ক ব্যক্তি। যারা নিজেদের সব সময় পারদর্শী মনে করে থাকেন। জিম এ নিজেদের এমনভাবে উপস্থাপন করেন ইনারা ছাড়া আর কেউ স্বাস্থ সমন্ধে কিছু জানিনা l জিম এ পরিধান করেন অতিরিক্ত ব্যায়ামের পোশাক, বোঝাতে চান তিনি অতি দক্ষ জিম-এ ব্যায়ামের বেপারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#2 নবাগত যিনি নিজের যোগ্য মেশিন খুঁজে বের করতে গিয়ে কাঁত

এ এমন এক ব্যক্তি যিনি জিম-এ নতুন এসেছেন এখন কিছুই বুঝে উঠতে পারেননি। অথচ এমন আয়োজন করে জিম-এ এসেছেন যেন বিয়ে বাড়ি এসেছেন। খুবই মূল্যবান জিম এর পরিধানকৃত পোষাক এবং জুতা। এবং তারচেয়ে সবচেয়ে হাস্যকর বেপারটি হল এইসব পোশাক পরিধান করেই কিছুক্ষন এর মধ্যেই তিনি জিম এর যন্তপাতি ১০ মিনিট ব্যবহার করেই অসুস্থ। খুবিই হাস্যকর !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#3 যিনি জিম কম , কথা বেশি বলে থাকেন

ইনি জিম-এ জিম কম কথা বেশি বলে থাকেন। সবার নজর কারতে তিনি সবার সাথে অযথা কথা বলে থাকেন। অনেক সময় জিম এর যিনি কমর্চারী আছেন তাকে সরিয়ে দিয়ে জিম এ অন্যান্য সদস্যদের উপদেশ দিতে শুরু করেন যেটা খুবই বিরক্তিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#4 ইয়োগা প্রেমিরা

ইয়োগা অথবা যোগ-ব্যায়াম আমরা যাকে বলি। জিম এ এসে ইনারা ইয়োগা শুরু করেন এবং অন্যকেও সাথে নেয়ার চেষ্ঠা করেন যেটা আমার কাছে বিরক্তিকর। ইনারা বেশির ভাগই নারী হয়ে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#5 জিম এবং খাওয়া ইনাদের চলে সমতালে

ইনাদের জিম করে তেমন একটা লাভ হয়না। জিম-এ আসার সাথে সাথে ১৫মিনিট শরীর চর্চা করেই লেগে যান এটা সেটা খাওয়ার জন্য। এমন অনেকেই আছেন জিম করছেন ঠিকমত কিন্ত খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রন নেই। একটি বাড়ির দোতালায় জিম নিচতলায় "ষ্টারকাবাব " জিম সেরে যাওয়ার পথে ভরপুর খানা সেরে বাড়ি ফেরা। খুবই মজাদার ব্যাপার। হা!হা! হা! এমন ব্যক্তিও আপনারা জিম এ দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#6 আজব স্বভাবের আজগুবি মানুষ

এধরনের ব্যক্তিকে জিম থেকে বের করে দেয়ার অনুরোধ আসে সদস্যদের থেকে। কারন ইনারা জিম-এ এসে জিম কম নানা রকম আজব আচরন করেন। জিম এ শরীর চর্চা ছেড়ে অন্যদের নিয়ে মাথা ঘামান , অন্যদের অযথা উপদেশ দিয়ে নানা রকম ইশারায় বিরক্ত করে থাকেন। জিম এ আসেন ইনারা কি উদ্দ্যশ্যে তা বুঝা কঠিন। তখন সদস্যরা অভিযোগ করেন এবং এরকম ব্যাক্তিদের বের করে দেয়া হয়। পৃথিবীতে কত পাগল আছে , এরকম মানুষও পাবেন জিম গুলোতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

-1 Points

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

১৩ টি সচরাচর আচরণ যা একটি যুগল- দম্পত্তি