বর্ষীয়ান নির্মাতা ও অভিনেতা কাজী হায়াতের শারীরিক অবস্থা এখন অনেকটা ভালোর দিকে। অক্সিজেন লেভেল স্বাভাবিক হওয়ায় এবং সুস্থতা বোধ করায় হরতালের দিনই হাসপাতাল ছাড়ছেন তিনি।
হরতালের দিন রোববার (২৮ মার্চ) সকালে চিত্রনায়ক মারুফ তার বাবা কাজী হায়াতকে বাসায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি জানিয়েছেন, কয়েক ঘণ্টার মধ্যে হাসপাতাল ছাড়ছেন।
কাজী মারুফ গণমাধ্যমে বলেন, “আব্বার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে, আলহামদুলিল্লাহ্। চিকিৎসক ছাড়পত্র দিয়েছেন, কয়েক ঘণ্টার মধ্যে বাবা বাসায় ফিরবেন। দেশবাসীর দোয়া এবং সকলের সহযোগিতার কারণে আজ আব্বাকে নিয়ে বাসায় ফিরতে পারছি। আল্লাহ্র কাছে শুকরিয়া আদায় করছি এবং সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “আব্বার অক্সিজেন লেভেল স্বাভাবিক হয়েছে, কিন্তু এখনো তিনি পুরোপুরি সুস্থ নন। করোনা পরবর্তী সময়টা খুব ঝুঁকিপূর্ণ। তাই এখন ওনাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। সবাই আব্বার জন্য দোয়া করবেন।”
গত ১০ মার্চ কাজী হায়াত জানান, স্ত্রীসহ তিনি করোনা আক্রান্ত। এরপর ১৫ মার্চ তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতেও ভর্তি করা হয়। কাজী হায়াৎ রোববার বাসায় ফিরলেও তার স্ত্রী রোমিসা হায়াত সুস্থ হয়ে আরও তিনদিন আগেই হাসপাতাল ছেড়েছেন।
GIPHY App Key not set. Please check settings