বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় ভারতেরও এগিয়ে বাংলাদেশ। ৯৫টি দেশ নিয়ে করা এক তালিকিায় বাংলাদেশের অবস্থান ৬৮তম আর ভারতে অবস্থান ৯২তে।
গতকাল শুক্রবার (১৯ মার্চ) আংশিক প্রকাশ পাওয়া জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে তালিকায় শীর্ষে রয়েছে ফিনল্যান্ড।
আংশকি প্রকাশ পাওয়া এ তালিকায় ৫ শীর্ষ দেশের মধ্যে ফিনল্যান্ডের পরেই রয়েছে, আইসল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের নাম। তালিকায় যে ৯৫টি দেশের নাম প্রকাশ করা হয়েছে, তাতে সবার নিচে রয়েছে জিম্বাবুয়ে। দেশটির ওপরেই রয়েছে তানজানিয়া, জর্ডান, ভারত ও কম্বোডিয়া।
আজ ২০ মার্চ বিশ্ব সুখ দিবস উপলক্ষে এ তালিকার পূর্ণাঙ্গ প্রতিবেদনটি প্রকাশ করা হবে।
Comments
Loading…