সিলেট সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কালাম আজাদ লায়েকের অফিস-বাসায় যুবদল নেতা মোহাম্মদ লাহিন ও তার অনুসারীরা হামলা চালিয়েছে। এসময় কাউন্সিলরের অফিস-বাসা ছাড়াও আশেপাশের ১৫/২০টি বাসায় হামলা চালানো হয়।
শুক্রবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ৪০/৫০ জন যুবক এ হামলা চালায়। কেটে দেয়া হয় কাউন্সিলরের বাসার বিদ্যুৎ সংযোগ।
কাউন্সিলর কালাম আজাদ লায়েক বলেন, যুবদল নেতা মোহাম্মদ লাহিনের নেতৃত্বে প্রায় ৪০/৫০ জন লোক আমার অফিস-বাসায় হামলা করে। এসময় ভোটের সময় যারা আমার সাথে ছিলেন বা যারা কাজ করেছিলেন তাদের বাসায়ও হামলা চালানো হয়। সব মিলিয়ে প্রায় ১৫ থেকে ২০ টি বাসায় হামলা চালানো হয়েছে। কেটে দেয়া হয়েছে আমার বাসার বিদ্যুৎ লাইন।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ওসি বলেন, কী কারণে কারা এই হামলা চালিয়েছে আমরা তা খতিয়ে দেখছি। পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি।
GIPHY App Key not set. Please check settings