in

সবচে জনপ্রিয় ১০ টি স্মার্টফোনে ২০১৯ সালে

২০১৯ শালএর আর কয়দিন বাকি। ২০১৯ সালে বেশ কয়টি স্মার্টফোনে মার্কেট য়ে আসছে। এর ভিতর সবচে জনপ্রিয় ১০ টি নিচে উল্লেখ করা হলো

#1 OnePlus 7T Pro

ওয়ানপ্লাস 7টি  আমার মতে ২০১৯ সালের সবচে ভালো স্মার্টফোনে।  এই স্মার্টফোনে যে ৯০Hz ডিসপ্লে, প্রচুর দ্রুত গামী UFS ৩.০ ২৫৬জিবি স্টোরেজ, ১২জিবি রেম এবং সর্বশেষতম কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্লাস প্রসেসর। আছে ১৬ মেগা পিক্সেল ক্যামেরা।  আছে গরিলা গ্লাস, ৬.৬৭ এমোলেড ডিসপ্লে , ৪০৮৫mAh ব্যাটারী। ৩.৫mm হেডফোন জ্যাক যারা গান হেডফোন দিয়ে শুনতে চান।  স্মার্টফোনে টির মূল্য 76326 টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#2 Samsung Galaxy Note 10/10 Plus

স্যামসুং গ্যালাক্সি নোট ৯ গত বছর টপ লিস্টয়ে ছিল এবং এইবছর শুরুতেও টপয়ে ছিল। এইবছর বের হলো গ্যালাক্সি নোট ১০ এবং ১০ প্লাস। কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্রসেসর, ৮ GB রেম, ২৫৬GB স্টোরেজ, এবং ৫G সাপোর্ট করবে। ডায়নামিক অ্যামোলেড ৬.৩ ও ৬.৮ ইঞ্চি ডিসপ্লে , ৭.৯mm চৌরা , ৪৩০০ mAh ব্যাটারী, ৮ ক্যামেরা: ১ সামনে এবং ৩ পিছন। সামনে ১০ মেগাপিক্সেল,পিছনে ১৬/১২/১২ মেগাপিক্সেল। এক কথায় অসাধারণ।  আর নোট এর আসল মজা পেন।  

মূল্য ৮GB রেম ও ২৫৬GB 80,483 টাকা এবং ১২GB রেড, ২৫৬gb দাম 93,204 টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#3 Apple iPhone 11 Pro/Pro Max

আপেল নিয়ে বলার কিছুই নাই।  ইফোনে ১০ XR আমার সবচে পছেন্দর।  ইফোনে ১১ ডুয়েল ক্যামেরা, ৬৪GB এবং অসাধারণ সিকিউরিটি, সফটওয়্যার।  ৩ নম্বর হবার আসল কারণ উপরের ফোন গুলায় স্পিড বেশি, ক্যামেরাও ব্যাতিক্রম। ইফোনে যার পছন্দ তার জন্য ইফোনে ১১ আবশ্যক।  

কিছু স্পেসিফিকেশন নিচে দেয়া হলো:

সাইজও :

iPhone 11: 75.7 x 150.9 x 8.3mm

iPhone 11 Pro: 71.4 x 144 x 8.1mm

iPhone 11 Pro Max: 77.8 x 158 x 8.1mm

ডিসপ্লে :

iPhone 11: 6.1-inch Liquid Retina, 1792 x 828

iPhone 11 Pro: 5.8-inch Super Retina XDR, 2436 x 1125

iPhone 11 Pro Max: 6.5-inch Super Retina XDR, 2688 x 1242

ক্যামেরা :

iPhone 11

Camera 1: 12MP wide, f/1.8, OIS

Camera 2: 12MP ultra wide, f/2.4, 120-degree FOV

iPhone 11 Pro and Pro Max

Camera 1: 12MP wide, f/1.8, OIS

Camera 2: 12MP telephoto, f/2.0, OIS, 2x optical zoom

Camera 3: 12MP ultra wide, f/2.4, 120-degree FOV

স্টোরেজ:

iPhone 11: 64GB/128GB/256GB

iPhone 11 Pro: 64GB/256GB/512GB

iPhone 11 Pro Max: 64GB/256GB/512GB

মূল্য:

iPhone 11: 59,281-72002 টাকা

iPhone 11 Pro: 84723-114406  টাকা

iPhone 11 Pro Max: 93204-122887  টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#4 Samsung Galaxy S10/S10 Plus

বর্তমানে আমি স্যামসুং গ্যালাক্সি ৯ ব্যবহার করছি। আমার কাছে এটি সেরা ফোন।  এখন বাজারে আছে গ্যালাক্সি স১০ এবং স১০ প্লাস। দুটাই খুব ভালো স্মার্টফোনে।  কোয়ালকম স্ন্যাপড্রাগন 855, সুপার অ্যামোলেড ইনফিনিটি-ও ডিসপ্লে, 8 জিবি র‌্যাম, ১২৮GB তো ১TB স্টোরেজ প্লাস ১২GB র‌্যাম পাওয়া যায়।  ডুয়াল সামনে এবং ট্রিপল ব্যাক ক্যামেরা। ১০ এবং ৮ মেগাপিক্সেল সামনে এবং ১২,১২, ১৬ মেগাপিক্সেল পিছনে।  84808 টাকা দিয়ে শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#5 Google Pixel 4 XL and Pixel 4

গুগল পিক্সেল মানেই সবার আগেই ফার্মওয়্যার আপডেট, গুগল অ্যাসিস্ট্যান্স , কোয়ালিটি ক্যামেরা এবং অসাধারণ স্মার্টফোনে।  গুগল এর নতুন সঙযোজন পিক্সেল ৪ XL এবং পিক্সেল ৪. ৬.৩ ইঞ্চি ১৮:৯ ডিসপ্লে , স্ন্যাপড্রাগন 855 প্রসেসর, ৬ গিগাবাইট র‌্যাম, ৬৪ জিবি এবং ১২৮ জিবি ইন্টিগ্রেটেড স্টোরেজ, ডুয়াল রিয়ার ১৬ এমপি এবং ১২.২ এমপি ক্যামেরা, ৮ এমপি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, আইপি ৬৮ ডাস্ট এবং জলের প্রতিরোধ ক্ষমতা, একটি ৩৭০০ এমএএইচ ব্যাটারি। মূল্য ৬৭৭৬১ টাকা দিয়ে শুরু।  এই ফোন এবংশই কিনতে পারেন।  সবসমই দারুন ইমেজ কোয়ালিটি দিবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#6 Huawei P30 Pro

হুয়াওয়ে পি 30 প্রো আছে 6.47 ইঞ্চি OLED ডিসপ্লে।  এই ডিসপ্লে স্যামসুং ও LG টিভি গুলাই থাকলে অনেক দাম হয়।  OLED ডিসপ্লে অসাধারণ উজ্জ্বল , ৪২০০ mAh ব্যাটারী , ৩২GB সামনের ক্যামেরা এবং ৪০+২০+৮ মেগাপিক্সেল পিছনের ক্যামেরা।  বুজতেই পারছেন ক্যামেরার দিক দিয়ে বেস্ট  স্মার্টফোনে ২০১৯। কিরিন 980 প্রসেসর, র‌্যাম: 8 জিবি স্টোরেজ : 128/256/512 জি বি।  মূল্যের ৫৮৫১৭ দিয়ে শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#7 Moto G7 Power

মোটা  জি ৭ য়ে আছে আল্ট্রাওয়াইড 6.2 "এইচডি + ডিসপ্লে , একক চার্জে 3 দিন পর্যন্ত পাওয়ার, ১২ এমপি রিয়ার ক্যামেরা এবং ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা, কোয়ালকম ® স্ন্যাপড্রাগন ™ 632 অক্টা-কোর 1.8GHz প্রসেসর, ৩ জিব রেম।  যাদের বাজেট কম তাদের জন্য এটা বেস্ট স্মার্টফোনে।  ৩ডি গেম সাপোর্ট, সফটওয়্যার দিয়ে সেলফি, পিকচার দারুন আসে।  মূল্য ১৮৩১৮ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

PS4 Top Games from Begining till end 2019

২০২০ সালে আপনাকে আরও বেশি পানি পান করতে সহায়তা করবে এমন জিনিস