ফল পছন্দ এমন মানুষ খুব কম ই আছেন। ফল আমাদের শরীরের জন্য তো অবশ্যই, এর সাথে সাথে উপকার আছে আপনার শরীরে অনেক। বিশেষ করে ত্বকের জন্য কিছু ফল দারুন কাজ করে। আজকে আপনাদের জানাবো কোন কোন ফল আপনার ত্বকের জন্য ভাল।
#1 আপেলের রস
আপনি কি জানেন আপেলের রস ত্বকের জন্য খুবই উপকারী । আপেলের রসে থাকা অ্যান্টি অক্সিডেন্ট বলিরেখা দূর করে। আমাদের ত্বকের টিস্যু নষ্ট হতে দেয় না, বরং নতুন কোষ জন্মাতে সাহায্য করে। আপেলের মধ্যে থাকা কপার, ক্লোরিন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। আপেল এমনিতেই খেতে খুব ভালো। তাই আপেলের রস সরাসরি সকালে খেয়ে নিন এক গ্লাস। পেটও ভরবে আর ত্বকও ভালো থাকবে।
#2 পাকা পেপে
অ্যান্টি অ্যাজিং প্রপার্টি রয়েছে পাকা পেঁপেতে, যা আপনার ত্বকের বয়স ছাপ পড়তে দেয় না। ডার্ক সার্কেল যেমন হতে দেয় না, তেমনই সান ট্যান হওয়ার থেকেও আমাদের রেহাই দেয়। পেপেতে থাকা প্যাপেন নামের এনজাইম স্কিন ড্যামেজ হতে দেয় না। তাই পেপের রস খান। পাকা পেপে ভালো করে কুড়িয়ে নিয়ে তার থেকে রস বের করে নিন। অল্প চিনি দিতে পারেন। এবার এটা খেয়ে নিন সকালের নাস্তায়।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
#3 তরমুজে রস
তরমুজে মধ্যে ভিটামিন এ, বি৬, সি ত্বকের ভিতর থেকে টক্সিন বের করে দেয়। এর ফলে পাওয়া যায় উজ্জ্বল দাগহীন ত্বক। আপনার ত্বক থেকে অতিরিক্ত তেলের সমস্যা দূর করে ব্রণ বা অন্যান্য সমস্যাও কম হতে দেয়। ত্বকের আর্দ্রতা ধরে রাখে। তরমুজ এমনিতেই খুব মিষ্টি। তাই সরাসরি তরমুজ থেকে রস বের করে খেয়ে নিন। কিছু আর যোগ করতে হবে না।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
#4 আমের রস
#5 আনারসের রস
আলফা হাইড্রক্সি অ্যাসিড রয়েছে আনারসে যা ত্বকের বয়স ধরে রাখেতে সাহায্য অরে। রক্ত ভিতর থেকে পরিষ্কার করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে আনারসের রস। ব্রণর দাগ বা কালো ছোপ সরিয়ে ফেলতেও আনারসের রসের তুলনা নেই। আনারস থেকে রস বের করে নিন। এর পর সামান্য নুন যোগ করুন। দেখবেন এতে স্বাদ খানিক ভালো হবে।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
#6 পাতিলেবুর রস
পাতিলেবুতে রয়েছে ভিটামিন সি। আর ভিটামিন সি থাকায় এক সাথে অনেকগুলো উপকার হয়। ভিটামিন সি ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে। তাই ত্বক উজ্জ্বল হয়। এছাড়া ত্বককে টানটান রাকে ভিটামিন সি। তাই বলিরেখাও কম হয়। ত্বকের পি.এইচ ব্যাল্যান্স বজায় রাখতেও পাতিলেবুর রস খেতে পারেন। এক গ্লাস হালকা গরম পানিতে দুই চামচ লেবুর রস নিন। তার মধ্যে এক চামচ মধু নিন। এটা রোজ সকালে ঘুম থেকে উঠে খেয়ে নিন। দেখবেন খুব সুন্দর উপকার পাবেন।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings