যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসনের (৫০) হত্যাকারী সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সোমবার তাকে গ্রেপ্তারের পর পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পেনসিলভানিয়ার আলটুনা শহরের ম্যাকডোনাল্ডসের একটি দোকানে খাবার খাচ্ছিলেন লুইজি মেনজিওনি (২৬) নামের ওই তরুণ। তাকে দেখে দোকানের একজন কর্মী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে।
লুইজি মেনজিওনির কাছে একাধিক ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি ভারী বন্দুকও জব্দ করা হয়েছে।
স্থানীয় সময় গত বুধবার ভোরের দিকে যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, পেছন থেকে ব্রায়ানকে গুলি করা হয়। তাঁর শরীরের পেছনের অংশে ও পায়ে গুলি লাগে।
হামলার কিছুক্ষণ আগে একটি কফি শপে সন্দেহভাজন হামলাকারীকে দেখা গিয়েছিল। ওই কফি শপের নিরাপত্তা ক্যামেরা থেকে সন্দেহভাজন হামলাকারীর ফুটেজ শনাক্ত করা হয়। পরে তাঁর ছবি সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়েছিলো।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ার। প্রতিষ্ঠানটির প্রধান ব্রায়ান থম্পসন থাকেন মিনেসোটায়। একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে তিনি নিউইয়র্কে এসেছিলেন।
৫০ বছর বয়সী ব্রায়ান ২০২১ সালের এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হন। ২০০৪ সাল থেকে স্বাস্থ্যবিমা খাতে কাজ করছিলেন তিনি।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings