মায়ের হঠাৎ অসুস্থতায় এইচএসসির প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে পারেননি রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আরিফা। অনেক অনুনয় করেও পরীক্ষাকক্ষে ঢোকার অনুমতি পাননি তিনি। সেই দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে, ছড়িয়ে পড়ে সহানুভূতির ঢেউ।
সবকিছু সামলে আবারও পরীক্ষায় ফিরছেন আনিসা। রোববার (২৯ জুন) তিনি অংশ নিচ্ছেন বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায়। মায়ের পাশে দাঁড়াতে গিয়ে প্রথম পরীক্ষাটি মিস করলেও বাকি পরীক্ষাগুলোর জন্য এখন পুরোদমে প্রস্তুত তিনি।
শনিবার (২৮ জুন) কথা হলে আনিসা জানান, বাংলা দ্বিতীয় পত্রের জন্য প্রস্তুতি নিয়েছি। ইন শা আল্লাহ সময়মতো কেন্দ্রে যাব এবং পরীক্ষায় অংশ নেব।
একই কথা জানিয়েছেন তার মা মুসলিমা আহমেদ সুবর্ণা এবং কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।
আনিসার মা বলেন, আমি এখন অনেকটা সুস্থ। আমার মেয়ে খুব মন দিয়ে প্রস্তুতি নিচ্ছে। ও রোববার পরীক্ষা দেবে, এটাই এখন আমাদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর।
সুবর্ণা জানান, গত বৃহস্পতিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে তিনি রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকার সেলিনা ক্লিনিকে ভর্তি হন। চিকিৎসা শেষে সেদিন রাতেই তিনি বাসায় ফেরেন।
ল্যাবরেটরি কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন,ঘটনার পর আমরা কলেজ থেকে সহকারী অধ্যাপক কামরুল ইসলাম স্যারকে আনিসার বাসায় পাঠাই। তিনি গিয়ে খোঁজখবর নেন। তখন আনিসার মা বিশ্রামে ছিলেন, তাই বিরক্ত করা হয়নি। পরে আনিসার সঙ্গেই কথা হয়। সে জানিয়েছে, কালকের পরীক্ষায় অংশ নিচ্ছে এবং বাকিগুলোতেও সময়মতো কেন্দ্রে যাবে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছিল কি না— জানতে চাইলে অধ্যক্ষ জানান, আমার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে বলেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারাদেশে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছে প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী। প্রথমদিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৯ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী। এ ছাড়া বিভিন্ন কেন্দ্রে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার হয়েছে ৪৩ জন।
এইচএসসি তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১১ আগস্ট, শেষ হবে ২১ আগস্ট।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings