খুলনায় ‘সন্ত্রাসীদের’ সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি বিনিময়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান।
রবিবার (৩০ মার্চ) মধ্যরাতে নগরীর আরামবাগ এলাকার একটি বাড়ি ঘেরাও করে সন্ত্রাসীদের আড্ডাখানায় অভিযানকালে এ ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত এবং প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে পুলিশ ৪ জনকে আটক ও একটি পিস্তল ও ২০ রাউন্ড গুলি জব্দ কেরা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান বলেন, প্রথমে সংবাদ পাই লাভলুসহ সন্ত্রাসীরা ঘটনাস্থলে বৈঠক করছিল। তাৎক্ষণিকভাবে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের ঘেরাও করি। একইসঙ্গে যৌথ বাহিনীর সহায়তা নেওয়া হয়। তারা এসে সন্ত্রাসীদের ঘেরাও করে। এ সময় সন্ত্রাসীরা আমাদের ওপর গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে ৪ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি বলেও উল্লেখ করেন তিনি।
আজম খান আরও বলেন, প্রাথমিকভাবে একটি পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এখনও তারা গুলি করছে, আমরাও পাল্টা গুলি করছি। তবে ভেতরে কতজন রয়েছেন এবং তাদের কাছে কি ধরনের অস্ত্র রয়েছে তা জানাতে পারেননি।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings