অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন না। আমরা সহযোগিতা করছি, দ্রুত নির্বাচন দিন। দেশে শান্তি ফিরবে।
শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মৌন মিছিলে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, জুলাই আন্দোলনের শহীদদের বিক্রি করে কেউ কেউ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। সরকার এক দলকে কোলে, আরেক দলকে কাঁধে রেখেছেন।
তিনি বলেন, শহীদদের জন্য মাঝে মাঝে খুব আফসোস হয়, কষ্ট হয়। আমার মনে হয়, শহীদদের কেউ যদি বেঁচে থাকতেন বা তারা যদি বুঝতে পারতেন তাদের লাশ নিয়ে, তাদের আত্মীয়-স্বজনকে নিয়ে রাজনৈতিক ব্যবসা চলছে, তারা লজ্জা পেতেন।
বিএনপির এই নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েকটি দল শহীদদের নিয়ে রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। শহীদরা কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলকে সমর্থন দেয় নাই। তারা দেশের মানুষকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে।
মির্জা আব্বাস বলেন, বিএনপিকে অনেকে আওয়ামী লীগের কাতারে ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি সেই ভাইদের বলব, দয়া করে জিহ্বায় একটু লাগাম দিন। এমন বাজে কথা বলবেন না যা মানুষের রক্তে আগুন ধরিয়ে দিতে পারে। বিএনপি ঝগড়ার দল নয়।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings