সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং ফলাফল বাইডেনের পক্ষে গেছে। আশা করি তিনি যুক্তরাষ্ট্রকে দারুণভাবে নেতৃত্ব দেবেন।
এসময় তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, তার ভোট গণনার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার অধিকার আছে।
এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানানোর চেয়ে তার কাছে আর কিছু অধিক গর্বের নেই।
তিনি জানান, বাইডেন এমন কিছু বিস্ময়কর চ্যালেঞ্জ মোকাবিলা করে হোয়াইট হাউজে ঢুকবে যা আর কোনো নতুন প্রেসিডেন্টকে মুখোমুখী হতে হয়নি।
ওবামার দুই মেয়াদকালে ভাইস-প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন বাইডেন।
ডেমোক্র্যাটদের সাবেক আরো দুই প্রেসিডেন্ট নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন।
বিল ক্লিনটন টুইটে বলেন, ‘আমেরিকা কথা বলেছে এবং গণতন্ত্রের জয় হয়েছে।’
সাবেক ৪২তম এ প্রেসিডেন্টে আশা প্রকাশ করেছেন যে বাইডেন ও হ্যারিস সবার জন্য কাজ করবেন এবং সবাইকে একতাবদ্ধ রাখবেন।
এক বিবৃতিতে ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার বলেন, তিনি ও তার স্ত্রী ডেমোক্র্যাটদের দক্ষ নির্বাচনী প্রচারণা এবং তারা দেশে যে ইতিবাচক পরিবর্তন এনেছে তা দেখে তিনি গর্বিত।
ক্লিনটন কিংবা কার্টার কেউই তাদের অভিনন্দন বার্তায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করেননি।
এখনো পরাজয় মেনে নেননি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সহজে হার মেনে নিতে নারাজ। রোববারও একাধিক টুইট করে জোচ্চুরির অভিযোগ তুলে সরব হয়েছেন।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings