বাংলাদেশ-ভারত সীমান্তের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখনও কাঁটাতারের বেড়া না থাকার কারণ জানতে চেয়েছেন পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এমপি এবং টলিউড ফিল্মস্টার দীপক অধিকারী ওরফে দেব।
দেব পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ঘাটাল আসনের এমপি। বর্তমানে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় শীতকালীন অধিবেশন চলছে। সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্ত সম্পর্কিত ৪টি প্রশ্ন লিখিত আকারে জমা দিয়েছিলেন দেব। তার সেসব প্রশ্নের উত্তর আজ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
দেবের ৪টি প্রশ্ন এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া উত্তরগুলো ছিল—
প্রশ্ন নং ১) বাংলাদেশের সঙ্গে ভারতের মোট সীমান্ত এলাকা কত?
জবাবে কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে মোট ৪০৯৬.৭০ কিলমিটার সীমান্ত রয়েছে ভারতের।
প্রশ্ন নং ২) কোন কোন রাজ্যে বাংলাদেশ-ভারত সীমান্তে পড়েছে?
কেন্দ্র জানিয়েছে, পশ্চিমবঙ্গ (২২১৬.৭ কিলোমিটার), অসম (২৬৩ কিলোমিটার), মেঘালয় (৪৪৩ কিলোমিটার), ত্রিপুরা (৮৫৬ কিলোমিটার) এবং মিজোরাম (৩১৮ কিলোমিটার)।
প্রশ্ন নং ৩) বাংলাদেশ সীমান্তের কত কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই?
কেন্দ্র জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৬৪.৪৮২ কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই। এর মধ্যে ১৭৪.৫১৪ কিলোমিটারে বেড়া বসানোর উপায় নেই।
৪) কেন বাংলাদেশ সীমান্তের সর্বত্র কাঁটাতারের বেড়া বসানো সম্ভব হচ্ছে না?
উত্তরে কেন্দ্র জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত আংশিক ভাবে কাঁটাতারহীন হয়ে রয়েছে। এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে কেন্দ্রকে। কিছু জায়গায় জলাভূমি রয়েছে। আমার ধস-প্রবণ এলাকাও রয়েছে সীমান্তে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) কাঁটাতারের বেড়া বসাতে দিচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্র।
কাঁটাতারের বেড়া বসানো একটি দীর্ঘকালীন কাজ। সেক্ষেত্রে আবহাওয়াজনিত প্রতিবন্ধকতাও রয়েছে। আবার জমি অধিগ্রহণে দেরি হওয়াতেও বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো যাচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্র।
প্রসঙ্গত, গত আগস্ট মাসে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর সীমান্ত দিয়ে ভারতে লাগাতার অনুপ্রবেশের বেশ কিছু ঘটনা সামনে এসেছে।। সম্প্রতি বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী কিছু অঞ্চলে সংঘাতও হয়েছে। সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়ে সংঘাতও দেখা দিয়েছে ভারতের। সীমান্ত নিরাপত্তা নিয়ে রাজ্য রাজনীতিতে যখন রাজনৈতিক টানাপোড়েন চরমে, সেই সময় দেশের সংসদে বিষয়টি উত্থাপন করলেন তৃণমূলের তারকা সাংসদ দেব ওরফে দীপক অধিকারী।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings