বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই ভারত ফেনসিডিল তৈরি করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মানোন্নয়নে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশে মাদক প্রবেশের প্রধান উৎস হলো ভারত ও মিয়ানমার। বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেনসিডিল উৎপাদন করে। আর মিয়ানমার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি ইয়াবা প্রবেশ করে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে এখনো দুটি বড় সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, একটি হলো দুর্নীতি, অন্যটি মাদক। এই দুটি সমস্যার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
জাহাঙ্গীর আলম বলেন, ‘সীমান্তে মাদক চোরাচালান রোধে ভারত ও মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হচ্ছে।’
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings