জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ না করা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শারমিনের পদত্যাগে এক দফা ঘোষণা করেছে শিক্ষার্থীরা।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের তিন মাস অতিবাহিত হলেও কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর পাশাপাশি তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নাম পরিবর্তন করতে বার বার বলার পরেও কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। জুলাই বিপ্লবের হামলাকারী ছাত্রলীগের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। জুলাই বিপ্লবের পর শিক্ষার্থীদের পক্ষ থেকে ২২ দফা জানানো হয়েছিলো। কিন্তু সেটার কোনো সিদ্ধান্ত নেয়নি। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে যে ঔষধ থাকার কথা তা নেই। দুর্ঘটনা রোধে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি।
এসময় তারা আরও বলেন, রোববার আমাদের সঙ্গে ভিসি আলোচনায় বসতে চেয়েছেন। আমরা তার সম্মানার্থে বসবো। তিনি যা বলতে চাইছেন তা শুনবো। কিন্তু তাকে পদত্যাগ করার এক দফা দাবি অব্যাহত থাকবে। দাবী বাস্তবায়নে আমরা কর্মসূচি নিয়ে অগ্রসর হবো।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ, আইন বিভাগের শিক্ষার্থী ওয়াহিদুর রহমান ও শহিদুল ইসলাম শাহেদ। এছাড়াও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings