in

প্যারিসে যাচ্ছে বাংলাদেশের ফ্যাশন ব্র্যান্ড জুরহেম

ফ্রান্সের প্যারিসে উইন্টার ২০২৫ সংগ্রহ উন্মোচন করতে যাচ্ছে বাংলাদেশি লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড জুরহেম। দেশে প্রতিষ্ঠিত লাক্সারি ব্র্যান্ড হিসেবে জুরহেমই প্রথমবারের মতো প্যারিসে প্রদর্শনীতে যাচ্ছে।

ব্র্যান্ডটির নতুন এই কালেকশন ৮ মার্চ প্যারিসের ঐতিহাসিক চ্যাপেল সেন্ট জন দ্য’আর্কে প্রদর্শিত হবে। এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়নে আছে বিখ্যাত ফরাসি ফ্যাশন ব্র্যান্ড হাউস অব ভ্যানডমে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত জুরহেম দ্রুতই বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। ব্র্যান্ডটি প্রথমে বেস্পোক কালেকশন দিয়ে শুরু করলেও খুব অল্প সময়ের মধ্যে প্রেট-আ-পোর্টার বা রেডি-টু-ওয়্যার সংগ্রহ দিয়ে ঢাকার অভিজাত মহলে সুনাম কুড়াতে থাকেন।

ক্রিয়েটিভ ডিরেক্টর ও স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার মেহরুজ মুনীরের নেতৃত্বে, ব্র্যান্ডটি বাংলাদেশে হাই-এন্ড ফ্যাশনের সংজ্ঞা নতুনভাবে গড়ে তুলেছে।

জুরহেমের নতুন সংগ্রহ ‘Solaris’ সূর্যের মহাজাগতিক যাত্রা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। ১৫টি পুরুষদের পোশাক এবং ৫টি নারীদের পোশাক নিয়ে সাজানো এই সংগ্রহে সূর্যের গতিপথের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে সূক্ষ্ম অলঙ্করণ ও নান্দনিক স্যালুয়েটের মাধ্যমে। পোশাকে রঙের ব্যবহারে দিনের বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়েছে।

‘Solaris’ সংগ্রহের অন্যতম প্রধান বৈশিষ্ট্য বৃত্তাকার অলঙ্করণ, যা সূর্য, চাঁদ ও গ্রহের প্রতীকী রূপ দেয়। কিছু ডিজাইনে এটি উজ্জ্বল সূর্যকিরণ হিসেবে প্রকাশ পেয়েছে, আবার কিছু ডিজাইনে নক্ষত্রমণ্ডলের জটিল বিন্যাসের মতো সাজানো হয়েছে, যা মহাজাগতিক সৌন্দর্যের প্রতিফলন ঘটায়।

জুরহেমের পুরুষদের পোশাকের জন্য বেশ সুপরিচিত। নতুন সংগ্রহে এখানে স্ট্রাকচারড টেইলরিং এবং উদ্ভাবনী লেয়ারিং দেখা যাবে। নতুন সংগ্রহে রয়েছে  সুট জ্যাকেট, টাক্সেডো, ওভারকোট এবং পার্কা অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ক্ল্যাসিক শিলুয়েটকে আধুনিকভাবে উপস্থাপন করা হয়েছে। যেমন— নতুন সংগ্রহে ক্রপড জ্যাকেট ও বান্ধগালা ইউরোপীয় বাজারের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, অন্যদিকে কর্সেটেড এনসেম্বল ও ফ্লোর-লেন্থ ট্রেনের মতো সাহসী ডিজাইন পুরুষদের পোশাকে সংযোজন করা হয়েছে।

অপরদিকে নারীদের জন্য, মেহরুজ মুনীর পাঁচটি চমকপ্রদ কুতুর গাউন উপস্থাপন করেছেন, যা হাই-এন্ড  ফ্যাশনের এক অনন্য উদাহরণ। ড্রামাটিক ট্রেন, ভাস্কর্যসদৃশ আকৃতি এবং কৌশলগত কাটআউটের মাধ্যমে প্রতিটি গাউনে নান্দনিকতা ফুটিয়ে তোলা হয়েছে। প্যারিসের ঐতিহ্যবাহী কতুর ফ্যাশনের প্রতি সম্মান জানিয়ে, এই সংগ্রহটি নিখুঁত কারিগরি ও রাজকীয় সৌন্দর্যের প্রতিচিত্র তুলে ধরেছে।

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Written by Sultana

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

ধর্ষণ ও হত্যার হুমকির কথা জানাল ঢাবি শিক্ষার্থী