পবির্ত কুরান শরীফে সেজদার জায়গা গুলা কি আপনার জানা।
কুরান শরীফে মোট ১৫ বার সেজদা দিতে হয় যে পড়ছে অথবা শুনছেতাই আপনার মসুলমান হিসাবে এই জায়গা গুলা জানা প্রয়োজনজায়গা গুলা নিচে তুলে ধরা হলো :
# Name of SurahSurah #Verse #1 Al-A’raaf (The Heights) 7-2062 Ar-Ra’d (The Thunder) 13-153 An-Nahl (The Bee) 16-504 Al-Israa (The Night Journey) 17-1095 Maryam (Mary) 19-586 Al-Hajj (The Pilgrimage) 22-187 Al-Hajj (The Pilgrimage) 22-778 Al-Furqaan (The Criterion) 25-609 An-Naml (The Ant) 27-2610 As-Sajda (The Prostration) 32-1511 Saad (The letter Saad) 38-2412 Fussilat (Explained in detail) 41-3813 An-Najm (The Star) 53-6214 Al-Inshiqaaq (The Splitting Open) 84-2115 Al-Alaq (The Clot) 96-19
সব মিলিয়ে চৌদ্দ (১৪) স্থানে সিজদা করার জন্য সমস্ত মুসলিম ধর্মীয় বিদ্বান ও উলামা একমত হয়েছেন, আর ইমাম শাফি এই জায়গায় সিজদা করার পরামর্শ দিয়েছেন (২২:77)।
َ007-206 নিশ্চয়ই যারা তোমার পরওয়ারদেগারের সান্নিধ্যে রয়েছেন, তারা তাঁর বন্দেগীর ব্যাপারে অহঙ্কার করেন না এবং স্মরণ করেন তাঁর পবিত্র সত্তাকে; আর তাঁকেই সেজদা করেন।
013-015 আল্লাহকে সেজদা করে যা কিছু নভোমন্ডলে ও ভূমন্ডলে আছে ইচ্ছায় অথবা অনিচ্ছায় এবং তাদের প্রতিচ্ছায়াও সকাল-সন্ধ্যায়।
016-050 তারা তাদের উপর পরাক্রমশালী তাদের পালনকর্তাকে ভয় করে এবং তারা যা আদেশ পায়, তা করে
017-109 তারা ক্রন্দন করতে করতে নতমস্তকে ভুমিতে লুটিয়ে পড়ে এবং তাদের বিনয়ভাব আরো বৃদ্ধি পায়।
َ019-058 এরাই তারা-নবীগণের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তা’আলা নেয়ামত দান করেছেন। এরা আদমের বংশধর এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহন করিয়েছিলাম, তাদের বংশধর, এবং ইব্রাহীম ও ইসরাঈলের বংশধর এবং যাদেরকে আমি পথ প্রদর্শন করেছি ও মনোনীত করেছি, তাদের বংশোদ্ভূত। তাদের কাছে যখন দয়াময় আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হত, তখন তারা সেজদায় লুটিয়ে পড়ত এবং ক্রন্দন করত।
َ022-018 তুমি কি দেখনি যে, আল্লাহকে সেজদা করে যা কিছু আছে নভোমন্ডলে, যা কিছু আছে ভুমন্ডলে, সূর্য, চন্দ্র, তারকারাজি পর্বতরাজি বৃক্ষলতা, জীবজন্তু এবং অনেক মানুষ। আবার অনেকের উপর অবধারিত হয়েছে শাস্তি। আল্লাহ যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন, তাকে কেউ সম্মান দিতে পারে না। আল্লাহ যা ইচ্ছা তাই করেন
022-077 হে মুমিনগণ! তোমরা রুকু কর, সেজদা কর, তোমাদের পালনকর্তার এবাদত কর এবং সৎকাজ সম্পাদন কর, যাতে তোমরা সফলকাম হতে পার।
025-060 তাদেরকে যখন বলা হয়, দয়াময়কে সেজদা কর, তখন তারা বলে, দয়াময় আবার কে? তুমি কাউকে সেজদা করার আদেশ করলেই কি আমরা সেজদা করব? এতে তাদের পলায়নপরতাই বৃদ্ধি পায়।
َ027-026 আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই; তিনি মহা আরশের মালিক।
032-015 কেবল তারাই আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে, যারা আয়াতসমূহ দ্বারা উপদেশপ্রাপ্ত হয়ে সেজদায় লুটিয়ে পড়ে এবং অহংকারমুক্ত হয়ে তাদের পালনকর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করে।
َ038-024 দাউদ বললঃ সে তোমার দুম্বাটিকে নিজের দুম্বাগুলোর সাথে সংযুক্ত করার দাবী করে তোমার প্রতি অবিচার করেছে। শরীকদের অনেকেই একে অপরের প্রতি জুলুম করে থাকে। তবে তারা করে না, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী ও সৎকর্ম সম্পাদনকারী। অবশ্য এমন লোকের সংখ্যা অল্প। দাউদের খেয়াল হল যে, আমি তাকে পরীক্ষা করছি। অতঃপর সে তার পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করল, সেজদায় লুটিয়ে পড়ল এবং তাঁর দিকে প্রত্যাবর্তন করল।
041-038 অতঃপর তারা যদি অহংকার করে, তবে যারা আপনার পালনকর্তার কাছে আছে, তারা দিবারাত্রি তাঁর পবিত্রতা ঘোষণা করে এবং তারা ক্লান্ত হয় না।
053-062 অতএব আল্লাহকে সেজদা কর এবং তাঁর এবাদত কর।
084-021 যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।
096-019 কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings