বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সামনে ওভার কমিয়ে লক্ষ্যও ছোট করে দেয়া হয়েছিলো। জিততে হলে করতে হবে ২৭ ওভারে ২২১ রান। অনেকটা টি-টোয়েন্টির মতোই। কিন্তু ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে লঙ্কান বোলিং মোকাবেলা করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি নিউজিল্যান্ড। ডিএলএস মেথডে ৪৫ রানের জয়ে সিরিজ শুরু করলো শ্রীলঙ্কা।
২৭ ওভারে ২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। দুই ওপেনার টিম রবিনসন ও উইল ইয়ং মিলে ৮৮ রানের জুটি গড়ে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু মহেস থিকসানার জোড়া আঘাতে এই জুটি ভেঙে যায়। এরপর আর কোমর সোজা করে দাঁড়াতে পারেনি কিউইরা।
সর্বোচ্চ ৪৮ রান করেন উইল ইয়ং। ৩৪ রানে অপরাজিত থাকেন মাইকেল ব্রেসওয়েল। ৩৫ রান করেন টিম রবিনসন। মিচেল হেই করেন ১০ রান। বাকিরা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি। দিলশান মধুশঙ্কা নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন মহেস থিকসানা ও চারিথ আশালঙ্কা। ১ উইকেট নেন জেফরি ভেন্ডারসি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভার খেলার সুযোগ পায় শ্রীলঙ্কা। ততক্ষণে তারা ৫ উইকেট হারিয়ে তোলে ৩২৪ রান। ইনিংসের ৪ বল বাকি থাকতে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ২০৬ রানের জুটি গড়েছিলেন আভিস্কা ফার্নান্দো এবং কুশল মেন্ডিস। ফার্নান্দো ১০০ এবং মেন্ডিস করেন ১৪৩ রান। ৪০ রান করেন চারিথ আশালঙ্কা।
আইএইচএস/এমআইএইচএস
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings