দেশ বরেণ্য বিখ্যাত ভাস্কর মৃণাল হক আমাদের মাঝে আর নেই।গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে গুলশানের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
গুলশান আজাদ মসজিদে বাদ আসর জানাজা শেষে মৃনাল হককে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।
তার পরিবারের কাছ থেকে জানা যায়, তিনি অনেকদিন ধরে ই ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগতেছিলেন। গতকাল রাতে সুগার লেভেল কমে যায়, পাশাপাশি অক্সিজেনের মাত্রাও কমে গিয়েছিল। পরে রাত আড়াইটার দিকে বাসায় মৃত্যুবরণ করেন। বেশ কিছু দিন ধরেই তার শারীরিকভাবে অসুস্থ ছিলেন মৃণাল হক।
খ্যাতিমান এ ভাস্কর নিজ উদ্যোগে নির্মাণ করেন মতিঝিলের ‘বক’ ভাস্কর্যটি। ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত গোল্ডেন জুবিলি টাওয়ার তারই শিল্পকর্ম। এছাড়া সারাদেশে তিনি অনেকগুলো ভাস্কর্যের কাজ করেছেন। নির্মিতে তার করা কিছু উল্লেখযোগ্য ভাস্কর্য।
GIPHY App Key not set. Please check settings