দেশব্যাপী লোমহর্ষক ধর্ষণের হার বৃদ্ধির প্রতিবাদ এবং তা প্রতিকারে ঐক্যবদ্ধ কর্মসূচির ঘোষণা দিয়েছে সমমনা কয়েকটি ইসলামী রাজনৈতিক দল। তারা সরকারের কাছে ছয় দফা দাবি এবং আগামী ১৬ অক্টোবর শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।
গতকাল রবিবার সকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এসব দাবি ও কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠকে অংশগ্রহণ করেন বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্য আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বৈঠকে দেশব্যাপী ধর্ষণ ও ব্যভিচার প্রতিরোধে উত্থাপিত ছয় দফা দাবি হচ্ছে, ব্যভিচার ও ধর্ষণ প্রতিরোধে জনসমক্ষে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, পর্নোগ্রাফির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, মাদকদ্রব্যের ওপর কঠোর নিয়ন্ত্রণ, নারীর অশ্লীল উপস্থাপনা ও পণ্য হিসেবে ব্যবহার বন্ধ করা, আইনের নিরপেক্ষ প্রয়োগ এবং বিচারকাজকে রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপমুক্ত রাখা এবং নারীর মর্যাদা ও অধিকার সংরক্ষণে কোরআন-হাদিসের শিক্ষাগুলো জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings