দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সামরিক শাসন জারির ব্যর্থ প্রচেষ্টার পর দেশটির নেতৃত্ব সংকট গভীর হওয়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৫ নভেম্বর দেশটির বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান। ব্রিটিশ বার্তাসংস্থা এ খবর জানিয়েছে।
সামরিক আইন জারির চেষ্টার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ইউন। নিজের রাজনৈতিক ও আইনি ভবিষ্যৎ তার দল পিপলস পাওয়ার পার্টির (পিপিপি) ওপর ছেড়ে দিয়েছেন। তবে তিনি এখনও পদত্যাগ করেননি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তিনি বর্তমানে একটি ফৌজদারি তদন্তের আওতায় রয়েছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ইউন আইনগতভাবে এখনও কমান্ডার ইন চিফ হিসেবে বহাল রয়েছেন। তবে সিনিয়র সামরিক কর্মকর্তাদের ক্রমবর্ধমান অসন্তোষ তার ক্ষমতা ধরে রাখাকে প্রশ্নবিদ্ধ করেছে।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings