in

দেশ বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে সতর্ক থাকার আহ্বান মির্জা ফখ

ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে’ মন্তব্য করে সকলকে সজাগ থাকতে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকালে বাড্ডায় মহানগর বিএনপির এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন,‘ আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে-বিদেশে, আপনাদেরকে আবার ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্যে। আমরা সেটা হতে দেবো না, খুব পরিস্কার কথা।”

সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “ষড়যন্ত্র-চক্রান্ত শেষ হয়নি। সমস্ত ষড়যন্ত্র-চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে জনগনের সরকার আমরা প্রতিষ্ঠা করবই করব ইনশাল্লাহ।

মির্জা ফখরুল হুশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকেই দেবো, এমন অবস্থার মধ্য দিয়ে আমরা নির্বাচনটা চাই। আমরা এখনো বলছি, আমরা এখনো রাস্তায় নামি নাই। আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি এই ঈদ সামগ্রি নিয়ে, ইফতার সামগ্রি নিয়ে, তাদের সুখ-দূ:খে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমাদের স্বার্থে, জনগনের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে।”

মাঠে নেমে বিএনপি দাবি আদায় করে নিতে জানে মন্তব্য করে বলেন, আমি কথাটা বলছি এজন্যে যে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।”

দেশে বিদেশে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব কড়া হুশিয়ারি দিয়ে বলেন, ‘খুব পরিস্কার কথা। যে যেখানেই থাকেন, সেই ইউনাইটেড স্টেটে থাকেন, ফ্রান্সে থাকেন আর আমেরিকায় থাকেন আর সেখান থেকে মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করেন, বিভাজন সৃষ্টি করবার চেষ্টা করেন তা সফল হবে না।”

তিনি বলেন, ‘আমরা মানুষের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি। সুতরাং আমাদেরকে কেউ বিপথে পরিচালিত করতে পারবে না। বাংলাদেশের মানুষকেও কেউ বিপথে পরিচালিত করতে পারবে না।”

‘ভারত-পাকিস্তান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য কারোই পক্ষে আমরা নই’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা ভারতের পক্ষেও নই, আমরা পাকিস্তানের পক্ষেও নই, আমরা আমেরিকার পক্ষেও নই, আমরা ইংল্যান্ডের পক্ষেও নই। আমরা বাংলাদেশের পক্ষে।

আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান সাহেব খুব পরিস্কার করে বলেছেন, সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশী।”

জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আরো বলেন, আপনারা সবাই সজাগ থাকবেন, সর্তক থাকবেন। ষড়যন্ত্র-চক্রান্ত শেষ হয়নি। সমস্ত ষড়যন্ত্র-চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে জনগনের সরকার আমরা প্রতিষ্ঠা করবই করব ইনশাল্লাহ।”

‘আল্লাহর হুকুমেই হাসিনার পতন’ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের হাসিনা সরকার ৯০% নেতা-কর্মীকে জেলে নিয়েছিলো। আমাদের ২০ হাজারের মতো নেতা-কর্মীকে শেখ হাসিনা সরকার হত্যা করেছিল। প্রায় ১৭শ নেতা-কর্মীকে গুম করেছে। ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা-গায়েবী মামলা দিয়েছিলো। পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে এই ধরনের নজির খুব কম।”

আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে তিনি বলেন, ২৪ এর গণপজ্ঞানের মাধ্যমে সেই অবস্থা আমরা পার হয়ে এসেছি।আল্লাহ তালার কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে, তার অশেষ রহমতে ও অলৌকিক শক্তির মাধ্যমে তিনি হঠাৎ করে হাসিনাকে গুম করে দিলেন। হাসিনা গুম হয়ে গেছে আল্লাহতালার নির্দেশে।

শেখ হাসিনার অত্যাচার নির্যাতনের বর্ণনা দিয়ে বিএনপির মহাসচিব বলেন,যে অত্যাচার-নির্যাতন তিনি মানুষের ওপরে করেছেন সেখান থেকে আপাতত মুক্তি পেয়েছি।

রাজধানীর বাড্ডার মাদানি সড়কে বেরাইদ ঈদগাহ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি ৪২নং ওয়ার্ডের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ উপলক্ষ্যে এই অনুষ্ঠান হয়।

মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিরুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বিএনপির ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক সম্পাদক এমএ কাইয়ুম বক্তব্য রাখেন।

এই অনুষ্ঠানে মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর, আখতার হোসেন, আলফাজ উদ্দিন, এজিএম শামসুল হক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Written by Sultana

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

65525

Loading…

0

শান্তিপূর্ণভাবে গ্রিনল্যান্ড দখল করবে যুক্তরাষ্ট্র