in

দারাজের কিছু কিচেন অ্যাপলাএনস যার রিভিউ ভালো

#১  ভিশন ইলেকট্রিক কেটল 1.8L ভিএস-ইকে -005





ভিসনের একটি জনপ্রিয় প্রোডাক্ট । এতে খুব অল্প সময়ের মধ্যে চা , কফি ,গরম পানি রেডি করতে পারবেন । ভিসনের এই প্রোডাক্টটির দাম অনুযায়ী মান ভালো ।

#২ শার্প রাইস কুকার KSH-188SS-WH – 1.8L

বাংলাদেশে এখনও রাইস কুকার ওতটা জনপ্রিয়তা পাইনি । এখনও চুলাতেই ভাত তইরি হয় । স্বল্প সময়ের মধ্যে ভাত তইরি করার জন্য একটি ভালো প্রোডাক্ট ।

#৩ পাওয়ার-ফ্রি হ্যান্ড ব্লেন্ডার এবং হাই স্পিড অপারেশন সহ বিটার (মাল্টিকালার)

মিক্সস ড্রিঙ্কস তইরি করার জন্য একটি ভালো প্রোডাক্ট । এটি দিয়ে আপনি কেক এর জন্য ক্রিমও তৈরি করতে পারেন । যেহেতু এটি স্টেইনলেস ষ্টীলের,এতে মরিচা ধরে না ।

#৪ ইলেক্ট্রিক ডিম বিটার – সাদা

একটি ৭ স্পিডের ইলেক্ট্রিক মিক্সর যা দিয়ে পুডিং , প্যাস্ট্রি ইত্যাদি তৈরি করতে পারেন । খাবার অনুযায়ী এতে ৭ ধরনের স্পিড মোড রয়েছে ।

#৫ অটোমেটিক দই মেকার

দই খেতে আমরা সবাই পছন্দ করি । ইলেক্ট্রিক দই মেকার দিয়ে বাসায় বসে ঝটপট  দই তৈরি করুন ।

#৬ নোভা / নওকে / নওকা ব্লেন্ডার প্লাস মিক্সার গ্র্যেডার 250/300/350/1000 ওয়াট 3 ইন 1. ব্ল্যাক / হোয়াইট (জিএস -৯৯৯ / এনবিবি -৯৯৯ / এনডাব্লু -৯৯৯)
ভারত থেকে আমদানি করা । এতে জুস তৈরি করার পাশাপাশি গরম মসলা ইত্যাদি ব্লেন্ড করতে পারেন । দাম অনুযায়ী একটি মানসম্মত প্রোডাক্ট ।

#৭ ভিশন প্রেসার কুকার 4 লিটার (ইনডাকসন বট্ম)

এই প্রেশার কুকারে খাবার তারাতারি তৈরি হয় । এতে Induction Bottom আছে । দাম অনুযায়ী একটি ভালো মানের প্রোডাক্ট ।

#৮ কাঠের রুটি মেকার ব্রাউন – 2 বছরের ওয়্যারেন্টি





রুটি তৈরি করার জন্য একটি ঝামেলা বিহিন প্রোডাক্ট । ২ বছরের ওয়ারেন্টি আছে । এটি মজবুত এবং টেকসই ।















Report

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

ইনস ম্যাকডুগালের কিছু সুন্দর চিত্রকর্ম

রমজান মাসের কিছু করণীয় কাজ