ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করছেন দেশটির বাসিন্দারা। মঙ্গলবার রাতে তেল আবিবের হাবিমা স্কয়ারে জড়ো হন প্রায় ৪০ হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ‘মিস্টার অ্যাব্যান্ডনমেন্ট’ (অবাঞ্ছিত) ঘোষণা করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়ে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভের মূল কারণ হলো— নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে অপসারণের পরিকল্পনা।
বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ‘মিস্টার অ্যাব্যান্ডনমেন্ট’ (অবাঞ্ছিত) ঘোষণা করেন এবং তেলআবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা প্রদর্শন করেন। বিক্ষোভে বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান রনি আলশেইখ, সাবেক মোসাদ প্রধান তামির পারদো এবং সাবেক শিন বেত প্রধান ইয়ারাম কোহেন। আরও বক্তব্য দেন আইনাভ জাঙ্গাউকার, যিনি জিম্মি মাতান জাঙ্গাউকারের মা এবং নেতানিয়াহুর কঠোর সমালোচক। ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং নেতানিয়াহুর সরকারের সাবেক সহযোগী মোশে ইয়ালনও বিক্ষোভে উপস্থিত ছিলেন। তাকে বিক্ষোভে ‘প্রোটেক্টিভ ওয়াল ফর ইসরাইল’ টি-শার্ট পরে ঘুরে বেড়াতে দেখা গেছে। বিক্ষোভে বক্তৃতা শুরুর আগে উচ্ছ্বসিত ইসরাইলি রক সংগীত বাজানো হয়। বিক্ষোভকারীরা ‘এখনই এই একনায়ককে উৎখাত করার সময়’ বলেও সেøাগান দেন। অপর এক খবরে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করছেন দেশটির বাসিন্দারা।
মঙ্গলবার রাতে তেল আবিবের হাবিমা স্কয়ারে জড়ো হন প্রায় ৪০ হাজার মানুষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়ে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভের মূল কারণ হলো— নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে অপসারণের পরিকল্পনা। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ‘মিস্টার অ্যাব্যান্ডনমেন্ট’ (অবাঞ্ছিত) ঘোষণা করেন এবং তেলআবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা প্রদর্শন করেন।
বিক্ষোভে বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান রনি আলশেইখ, সাবেক মোসাদ প্রধান তামির পারদো এবং সাবেক শিন বেত প্রধান ইয়ারাম কোহেন। আরও বক্তব্য দেন আইনাভ জাঙ্গাউকার, যিনি জিম্মি মাতান জাঙ্গাউকারের মা এবং নেতানিয়াহুর কঠোর সমালোচক। ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং নেতানিয়াহুর সরকারের সাবেক সহযোগী মোশে ইয়ালনও বিক্ষোভে উপস্থিত ছিলেন। তাকে বিক্ষোভে ‘প্রোটেক্টিভ ওয়াল ফর ইসরাইল’ টি-শার্ট পরে ঘুরে বেড়াতে দেখা গেছে। বিক্ষোভে বক্তৃতা শুরুর আগে উচ্ছ্বসিত ইসরাইলি রক সংগীত বাজানো হয়। বিক্ষোভকারীরা ‘এখনই এই একনায়ককে উৎখাত করার সময়’ বলেও সেøাগান দেন। টাইমস অব ইসরাইল, এএফপি, রয়টার্স।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings