ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি জংশন পর্যন্ত যাত্রীবাহী ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’ উদ্বোধন করা হবে। শনিবার (২৭ মার্চ) বিকালে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেনটির নাম নির্ধারণ করেছেন।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মিতালী এক্সপ্রেস ট্রেনটি আজ উদ্বোধন হলেও ভিসা বন্ধ থাকার কারণে এখনই যাত্রী পরিবহন করবে না। পরিস্থিতি উন্নতি হলে সপ্তাহে দুইদিন সোমবার ও বৃহস্পতিবার ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে ট্রেনটি চলাচল করবে। আবার বরিবার ও বুধবার জলপাইগুড়ি থেকে ছেড়ে আসবে।
এর আগে ২০০৮ সালের ১৪ এপ্রিল ঢাকা-কলকাতা প্রথম যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস চালু করা হয়। এরপর ২০১৭ সালের ৯ নভেম্বর খুলনা-কলকাতা রুটে দ্বিতীয় রেল সেবা ‘বন্ধন এক্সপ্রেস’ চালু হয়।
GIPHY App Key not set. Please check settings