in , , ,

ট্রাফিক জ্যাম এভারেস্টে ।

ট্রাফিক জ্যাম মাউন্ট এভারেস্টে । অবিশ্বাস্য মনে হলেও খবরটি কিন্তু সত্যি। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গে যানবাহন নয়, একই সঙ্গে কয়েক’শো পর্বতারোহীর সামিটের চেষ্টায় ট্রাফিক জ্যামের মতোই পরিস্থিতি তৈরি হয়েছে ।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া মাউন্ট এভারেস্টে একটি ছবিতে এমন চিত্র দেখা গেছে। ছবিটি ২০১৯ সালের মে মাসে  নির্মল পূর্জা নামে এক নেপালি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় । এরপর তা ভাইরাল হলে  নেপাল সরকার তীব্র সমালোচনার মুখে পড়ে ।

জানা গেছে, নেপাল সরকারকে হিমালয়ের বাস্তুতন্ত্র নিয়ে গ্লোবাল মিডিয়ায় কড়া নিন্দার সম্মুখীন হতে হয় । পর্বত আরোহণ কমিটি মাউন্ট এভারেস্ট পর্যটনে নেপালের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলে । যদিও নেপাল অব্যবস্থার কথা মানতে নারাজ । তাদের দাবি,  নেপালের নামে গুজব রটানোর চেষ্টা চলছে এভারেস্টে গিয়ে ছবি তুলে ।  আর এমন পরিস্থিতির মধ্যেই নেপালের পর্যটন দফতর জানিয়েছে, এখন থেকে মাউন্ট এভারেস্টে নিজের গ্রুপ ছাড়া অন্য কোনো ফটো-ভিডিও তোলা যাবে না। 

 নেপাল একইসঙ্গে একগুচ্ছ গাইডলাইন  প্রকাশ করেছে যা সে দেশের অন্যান্য পর্বতের ক্ষেত্রেও মেনে চলা লাগবে ।

Report

What do you think?

Written by Sabbir Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

ফেসবুকে অস্ত্র হাতে ছবি পোস্ট করে তরুণ কারাগারে ।

স্পর্শিয়া এবার খুনি চরিত্রে ।