in

জেনে নিতে পারেন গাড়ির নাম্বার প্লেটের সংখ্যা অর্থ।

বাহিরে বের হলে হুট করে চোখ চলে যায় গাড়ির নাম্বার প্লেটের দিকে,  কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে এই নাম্বার প্লেটের সংখ্যা দিয়ে কি বোঝানো হচ্ছে। এমন একটি বিষয় নিয়ে আজকের লিখা। 

ঢাকা মেট্রো য-১১২৫৯৯। এখানে ‘ঢাকা মেট্রো’ দিয়ে বোঝানো হয়েছে যে গাড়িটি ঢাকা মেট্রোপলিটন এলাকার আওতাধীন। ‘য’ হচ্ছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ির চিহ্নকারী বর্ণ।

তার মানে দাঁড়ালো প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন সব গাড়ি ‘য’ বর্ণ দ্বারা চিহ্নিত করা হবে। পরবর্তী ‘১১’ হচ্ছে গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার এবং ‘২৫৯৯’ হচ্ছে গাড়ির সিরিয়াল নাম্বার।

সাধারণত আমাদের মাতৃ ভাষা বর্ণমালার ‘অ, ই, উ, এ, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ত, থ, ঢ, ড, ট, ঠ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, স, হ অক্ষরগুলো ব্যবহার করা হয়। উপরের প্রতিটি বর্ণ আলাদা আলাদা গাড়ির পরিচয় বহন করে।

জেনে নিতে পারেন কোন বর্ণ দ্বারা কী বুঝায়-

ক – ৮০০ সিসি প্রাইভেটকার বোঝানো হয়েছে

খ – ১০০০-১৩০০ সিসি প্রাইভেটকার বোঝানো হয়েছে

গ – ১৫০০-১৮০০ সিসি প্রাইভেটকার বোঝানো হয়েছে

ঘ – জীপগাড়ি চ – মাইক্রোবাস বোঝানো হয়েছে

ছ – মাইক্রোবাস / লেগুনা (ভাড়ায় চালিত) বোঝানো হয়েছে

জ – বাস (মিনি) বোঝানো হয়েছে

ঝ – বাস (কোস্টার) বোঝানো হয়েছে

ট – ট্রাক (বড়) বোঝানো হয়েছে

ঠ – ডাবল কেবিন পিকআপ বোঝানো হয়েছে

ড – ট্রাক (মাঝারী) বোঝানো হয়েছে

ন – পিকআপ (ছোট) বোঝানো হয়েছে

প – ট্যাক্যি ক্যাব ভ – ২০০০+ সিসি প্রাইভেটকার বোঝানো হয়েছে

ম – পিকআপ (ডেলিভারি) বোঝানো হয়েছে

দ – সি এন জি (প্রাইভেট) বোঝানো হয়েছে

থ – সি এন জি (ভাড়ায় চালিত) বোঝানো হয়েছে

হ – ৮০-১২৫ সিসি মোটরবাইক বোঝানো হয়েছে

ল – ১৩৫-২০০ সিসি মোটরবাইক বোঝানো হয়েছে

ই – ট্রাক (ভটভটি) বোঝানো হয়েছে

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Written by Azaher Ali Rajib

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

সিটি নির্বাচন: যে ৩৩ কাজ করতে পারবেন না প্রার্থীরা।

মীরের মেয়ের ফোন নাম্বার চেয়ে কি বিপদে ই না পড়লো ছেলেটি।