‘জীবন দিয়ে হলেও ইমরান খানকে মুক্ত করব’ বলে অঙ্গীকার করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর।
শনিবার (৯ নভেম্বর) প্রদেশিক শহর স্বাবিতে এক বিশাল জনসমাবেশে বক্তব্যকালে তিনি এ অঙ্গীকার করেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে গান্দাপুর বলেন, ‘সত্যিকারের স্বাধীনতার জন্য আত্মত্যাগ প্রয়োজন’।
ন্যায়বিচার ও স্বাধীনতার জন্য সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে আলি আমিন গান্দাপুর জানান, তিনি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে মুক্ত করতে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত।
দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি প্রসঙ্গে এই নেতা বলেন, ‘যদি আমাদের জীবনও চলে যায়, আমরা ইমরান খানের মুক্তি না হওয়া পর্যন্ত শান্তিতে থাকব না’।
এ সময়, পিটিআই-এর মধ্যে একমাত্র ইমরান খানই দলের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে পিটিআইর মহাসচিব ব্যারিস্টার গওহর এই সমাবেশকে একটি ‘জনমত গঠন’ বলে উল্লেখ করেন। যা বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণের রায় হিসাবে প্রতীয়মান হয়েছে। সূত্র: জিও নিউজ
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings