এই লেখায় এমন কিছু দেশের কথা বর্ণনা করব আপনাদের জন্য, যেসব জায়গাগুলোয় না গিয়ে আপনি যদি মরে যান তাহলে বুঝতে হবে যে আপনি পৃথিবীতে শুধু বেঁচে থাকতেই এসেছেন, উপভোগটা আর করতে পারেননি। ঘুড়ে বেড়ানোর পোঁকা যারা, বেড়ানোর নাম শুনলেই যাদের মনে “কোথায় যাব” “ কোথায় যাব” – এমন ধরনের চিন্তা ভর করে তাদের জন্যই আজকের এই লেখাটি। অসম্ভব সুন্দর দশটি দেশ, আর সেসব দেশের ট্যুরিস্টস্পট নিয়ে আজ আপনাদের আলোকপাত করব। সেখানে যাওয়ায় নেশা ধরে যাবে নিজের অজান্তেই।
#1 মরক্কো
শুরুতেই যাওয়া যাক আফ্রিকায়। মরুর বুকের অদ্ভুত সুন্দর এক দেশ, নাম তার মরক্কো। আফ্রিকা শুনলেই জংলী আর অসভ্য এক জায়গার ছবি মাথায় আসতে পারে। ঝেড়ে ফেলে দিন সে ভাবনা। মরক্কো দেশটা ছবির মতই সুন্দর, সাজানো এবং গোছানো। সাহারা মরুভূমির বড় একটা অংশ এই দেশের মধ্যে পড়েছে। মুসলিম প্রধান এই দেশে গরমটা তাই একটু বেশি। মরক্কোতে ঘুরতে যাওয়ার সবচেয়ে ভাল সময় হচ্ছে মার্চ থেকে মে মাস। এ সময় গরমের তীব্রতা কম থাকে, বেড়িয়ে আরাম পাওয়া যায়।
মরক্কোর সবচেয়ে বিখ্যাত পর্যটন জায়গাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লেগযিরা বিচ। মরুভূমির সঙ্গে সমুদ্রের মিলন হয়েছে এখানে। পাথুরে সৈকতে দাড়িয়ে সূর্যাস্ত দেখার অনুভূতিই অন্যরকম। মনে হবে অপার্থিব এক জগতে চলে গেছেন আপনি। মরক্কোর রাজধানী রাবাতের স্ট্রিটফুড খুবই বিখ্যাত। নানারকমের হালাল খাবার পাওয়া যায়। টেস্ট করতে ভুলবেন না কিন্তু। মরক্কোর মসলার সুনামও বিশ্বজোড়া। এই মসলা ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানিও হয়।
#2 ফিজি
নীল আকাশ আর সাগরের নীল জল যেখানে মিতালি গড়েছে সেই জায়গার নাম ফিজি। হাওয়াই দ্বীপপুঞ্জ আর অস্ট্রেলিয়ার মাঝখানে অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে ফিজি। যে জায়গাটা এখন সারা পৃথিবীর ট্যুরিস্টদের কাছে অন্যতম জনপ্রিয় এক নাম। সাগরদ্বীপ যে কত সুন্দর হতে পারে সেটা ফিজিতে না গেলে কখনোই বুঝা যাবে না। সাগরের উপরের অংশতো সবাই দেখে, কিন্তু সাগরতলের ভয়াবহ সৌন্দর্যের খোঁজ পেতে হলে আপনাকে ফিজি যেতেই হবে। এখানকার আন্ডারওয়াটার এক্টিভিটি উপভোগ করতেই লাখো মানুষ ছুটে আসে এই ছোট্ট দ্বীপরাষ্ট্রে। সাগরতলের সব রহস্য অন্যরকম এক সৌন্দর্য হয়ে ধরা দিবে আপনার চোখে। ফিজিতে এলে জীবনের এক অন্যরকম রূপ দেখবেন আপনি। এখানকার মানুষগুলো বড় ভাল, আপন করে নেয় সবাইকেই। সপ্তাহখানেক থাকার পরে দেশে ফিরার সময় আপনার রীতিমত কষ্টই হবে এ জায়গাটা ছেড়ে আসতে। একটা বিষয় জেনে রাখা ভাল। বাংলাদেশিদের জন্য ফিজিতে যেতে কিন্তু কোন ভিসা লাগে না। এয়ারপোর্টে নেমে পাসপোর্টে অন এরাইভাল ভিসা লাগিয়ে নেয়া যায় অনায়াসেই।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
#3 কাযাকিস্তান
নামটা অনেকেরই শোনা। কিন্তু দেশটা কোথায় সেটা জিজ্ঞেস করলে আমতা আমতা করবেন অনেকেই। মধ্য এশিয়ার এই বিশাল দেশটা বাংলাদেশের চেয়ে প্রায় আঠারো গুণ বড়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশে পাহাড়, মালভূমি, ঝর্ণা, লেক – কি নেই! আর আসে সবুজের ছড়াছড়ি। মন ভাল করে দেওয়ার মত পরিবেশ লুকিয়ে আছে কাযাকিস্তানের আনাচে কানাচে। টানা এক মাস ঘুরলেও কাযাকিস্তানের অর্ধেকটাও ঘুরে শেষ করে যাবে না। নিরাপত্তা নিয়ে কোন ভয় নেই এখানে। ভ্রমণপাগল মানুষদের জন্য কাযাকিস্তান হতে পারে আদর্শ এক গন্তব্য।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
#4 মালদ্বীপ
মালদ্বীপতো আমাদের ঘরের পাশেই। বিমানে চড়ে বসলে মাত্র তিন ঘন্টার পথ। ভিসা লাগবে না, শুধু পাসপোর্টটা নিয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পরলেই হল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হানিমুন ডেস্টিনেশন এই মালদ্বীপ। সাগরে ঘেড়া কয়েকশ দ্বীপজুড়ে ছড়িয়ে আছে পর্যটকদের জন্য বানানো হোটেল, মোটেল আর রিসোর্টগুলো। মালদ্বীপের সৌন্দর্য আসলে কয়েকটা বাক্যের একটা অনুচ্ছেদে বুঝানো সম্ভব নয়। মালদ্বীপ আসলেই কেমন জায়গা সেটা বুঝতে হলে আপনাকে সেখানে যেতে হবে, থাকতে হবে কয়েকটা দিন। ফিরে আসার সময় শুধু মনে হবে যে ধর্মগ্রন্থে জান্নাত, বেহেশত বা স্বর্গের যেমন বর্ণনা দেওয়া হয়, সেটা আসলে হয়ত মালদ্বীপের মতই। বাজেট নিয়েও চিন্তা করতে হবে না। চাইলে ত্রিশ হাজার টাকায় মালদ্বীপে গরিবী ট্যুর দেওয়া সম্ভব। আবার চাইলে এক কোটি টাকা খরচ করেও ঘুরে আসতে পারবেন। সব ধরনের ট্যুরিস্টদের মনোরঞ্জনের ব্যবস্থাই এখানে আছে।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
#5 পানামা
পানামার কথা এই লেখাটিতে পড়ে অনেকেই অবাক হতে পারেন। কিন্তু ল্যাটিন আমেরিকার এই দেশটি যে কি অবিশ্বাস্য রকমের সুন্দর সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। সাগরের জল এখানে একদম স্বচ্ছ। আকাশের নীল রঙের প্রতিচ্ছবিটা সেখানে অদ্ভুত এক বিভ্রমের সৃষ্টি করে। সৈকতের বালিতে দাড়িয়ে আপনার হঠাৎ মনে হবে এই ভূবন ছেড়ে অন্যকোথাও চলে গিয়েছেন আপনি। পানামা সিটির পুরো অংশটায় গিয়ে আপনার নিজেকে হয়ত মনে হবে যেন অতীত থেকে উঠে আসা কোন চরিত্র। মাদকের দেশ হিসেবে পানামার কুখ্যাতি আছে। তাই নিজের নিরাপত্তার ব্যাপারে একটু সতর্ক থাকাই ভাল।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
#6 গ্রীস
গ্রীস। অভিজাত মানুষের দেশ। একসময় বিশ্বের সবচেয়ে উন্নত সংস্কৃতি ছিল তাদের। সবচেয়ে মেধাবী কবি আর বিজ্ঞানিরা আসতেন এই গ্রীস থেকেই। প্রাচিন শাসকেরা যেভাবে তৈরি করেছেন আধুনিক গ্রীসও সেই আবহটা ধরে রেখেছে, নষ্ট হতে দেয়নি। বাড়ি ঘর কিংবা ভবনগুলো যে কাউকেই আকৃষ্ট করবে। এথেন্সের পথে পথে ঘুরে বেড়ানোটা নস্টালজিক করে তুলতে পারে আপনাকে। মাইকোনাস বা সান্তোরিনি দ্বীপে বিলাসাভ্রমণটা আপনাকে এমনসব দূর্দান্ত অভিজ্ঞতার সম্মুখীন করতে পারে যেটা আপনি আর খুঁজে কোথাও পাবেন না। বিশ্বের হাতেগোনা অল্প কয়েকটা ন্যুড বিচের মধ্যে গ্রীসেই আছে একাধিক। ইউরোপের সেরা ট্রাভেল ডেস্টিনেশনগুলোর মধ্যে গ্রীস বরাবরই উপরের দিকে থাকে। নিরাপত্তা নিয়ে এখানে কোন সমস্যা নেই। তবে চলমান আর্থিক দুর্দশার কারনে পর্যটন ব্যবসায় একটু মন্দাভাব যাচ্ছে গ্রীসে।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
#7 আইসল্যান্ড
মাটির নিচে ধিকে ধিকে জ্বলছে আগুন, আর উপরে ঢেকে আছে বরফে। সাগর, পাহাড়, ঝর্ণা – সবকিছুই আছে যে দেশে তার নাম আইসল্যান্ড। ইউরোপের অন্যতম সুন্দর এই দেশটির মাটির নিচে আছে অসংখ্য সুপ্ত আগ্নেয়গিরি। মাঝে মাঝেই সেগুলো থেকে আগ্নেয়োৎপাত ঘটে। আর এর উপরের অংশটা হিমশীতল বরফে ঢাকা। কি অদ্ভুত বৈপরিত্য, তাই না? ভাইকিং জলদস্যুদের আড্ডাখানা ছিল আইসল্যান্ড। এর সৌন্দর্য কোন মানব সন্তানের পক্ষে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়।
স্রষ্টা অনেকটা সময় নিয়ে যত্ন করে যেন সাজিয়েছেন এই দেশটাকে নিজের মত করে। আইসল্যান্ডে এসে যদি আপনার মনে হয় যে আপনি ভুল করে অন্যকোন গ্রহে চলে এসেছেন তাহলে আপনাকে ঠিক দোষ দেওয়া যাবে না মোটেও। এই জীবনে আর কোথাও যান আর না যান, একবার আইসল্যান্ড অবশ্যই যাবেন। নয়তো প্রকৃতি যে কি ভয়ংকর সুন্দর হতে পারে সেটার চাক্ষুষ অভিজ্ঞতা লাভ করা থেকে বঞ্চিত থেকে যাবেন।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
#8 ফিনল্যান্ড
ফিনল্যান্ডের ছবি দেখে যে কারোরই মনে হবে এটা বুঝি ভিঞ্চি বা ভ্যান গগের আঁকা কোন দুর্লভ চিত্র। এদেশের সৌন্দর্য মিনিটে মিনিটে বদলায়। শীতকালে একরকম, গ্রীষ্মে একরকম। বর্ষায় এক, তো বসন্তে আরেক। দিনে একধরনের ডালা সাজিয়ে বসে ফিনল্যান্ডের প্রকৃত, আর রাতে পুরোপুরি বদলে গিয়ে অন্য এক রূপ ধারন করে। সেটা দিনের চেয়েও অনেক সুন্দর। ফিনল্যান্ডের মানুষ শতভাগ শিক্ষিত।
তবে তারা খুব বেশি মিশুক নয়। অযথা গায়ে পড়া স্বভাব দেখলে তারা বিরক্ত হয়। কিন্তু একটা ড্রিংক অফার করলেই দেখবেন তারা আপনার বন্ধু হয়ে গেছে। এখানে পানির চেয়ে বেশি পান করা হয় মদ, কিন্তু মাতাল হওয়াটা এখানকরা মানুষের স্বভাবে নেই। প্রকৃতির খুব কাছাকাছি হারাতে চাইলে ফিনল্যান্ড হতে পারে আপনার জন্য সবচেয়ে উত্তম জায়গা। তাহলে আর দেরি কেন? ব্যাগ গুছিয়ে ছুট লাগান!
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
#9 নরওয়ে
ইউরোপের সবচেয়ে সুন্দর দেশ কোনটি? এই প্রশ্নের উত্তর একটাই, নরওয়ে। জীবনে কখনো রাত দুটোর সময় আকাশে সূর্য দেখছেন, নরওয়েতে গেলে এই বিস্ময়ের মুখোমুখি হতে হবে আপনাকে। সূর্যের রক্তিম আভাটা মিলিয়ে যাওয়ার ওই মুহূর্তে প্রকৃতির সামনে নিজেকে অনেক তুচ্ছ আর রিক্ত মনে হবে যে কারোরই। শুধু এই মিডনাইট সান দেখার জন্য হলেও জীবনে একবার নরওয়েতে ঘুরে আসা দরকার প্রতিটা মানুষের। বাদবাকি সৌন্দর্যের কথা নাহয় বাদই রইল। নরওয়ের রাস্তাঘাটে হাটতে গিয়ে ভাগ্যগুণে দেখা হয়ে যেতে পারে বিরল প্রজাতির পোলার বিয়ারের সাথে। খাবারের সন্ধানে মাঝে মাঝে লোকালয়ে চলে আসে এরা। নরওয়ে চার ঋতুতে চার রকমের রূপ ধারন করে। একটার চেয়ে আরেকটা বেশ সুন্দর। বিশ্বের বুকে সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি হল নরওয়ে। ক্রাইম রেট এখানে শুন্য। কাজেই নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারেন কোন ভাবনা ছাড়াই।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
#10 শার্ক বে
ক্রীতদাস হিসেবে বিক্রী করার উদ্দেশ্যে। সেই ভয়াল ইতিহাস মুছে ফেলে কেপ ভার্দে এখন জনপ্রিয় ট্যুরিস্টস্পট হিসেবে বিখ্যাত হয়েছে। অতিথি আপ্যায়নে তাদের কোন জুড়ি নেই। হাইকিং বলুন, কিংবা আন্ডার ওয়াটার এক্সপ্লোরিং – সবকিছুর জন্যই কেপ ভার্দে সেরা অপশন। সাগরের হাঙরের সাথে মিতালি গড়তে চাইলে চলে যাবেন শার্ক বে' তে। এই সুযোগ দুনিয়ার আর কোথাও আপনি পাবেন না।
পরিশেষ এ এইটুকু বলতে চাই ব্যস্ত জীবনের হতাশা আর ক্লান্তিগুলোকে ভ্রমণ যেভাবে মাটিচাপা দিতে পারে সেটা অন্য কোন কিছুতেই সম্ভব নয়। ভ্রমণ মানুষের আত্নাটাকে বাচিয়ে রাখে, মনটাকে করে সজীব। এই দশটি দেশের বাইরেও আরো অনেক অসাধারন জায়গা আছে ঘুরে বেড়ানোর মত। পর্যায়ক্রমে সেগুলো নিয়েও উপস্থিত হব।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings