বেশ কয়েকদিন ধরে কমছে না রাজধানী ঢাকার বায়ু দূষণ। প্রতিদিনই ভয়াবহ রূপ নিচ্ছে জনবহুল এই শহরের বাতাস। আইকিউএয়ারের মান অনুসারে আজ ছুটির দিনেও শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’।
শুক্রবার (১৬ মে) সকাল ৮টা ১০ মিনিটে ওয়েবসাইটটিতে দেখা গেছে, ১৭০ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ঢাকা।
এ সময় তালিকার প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি (১৮৯) এবং দ্বিতীয় স্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার ( ১৭৩)। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো (১৫৫) এবং পাকিস্তানের লাহোর (১৫৩)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য মানের বায়ু, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এর পরের স্কোর ৩০১-এর ওপরে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বায়ু বলে বিবেচিত হয়।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings