গতরাতে শেষ ষোলোর ম্যাচে বার্সেলোনা পিএসজির সঙ্গে ১–১ গোলে ড্র করেছে । প্রথম লেগে ৪–১ ক্যাম্প ন্যুতে ৪–১ গোলে হারটাই তাদের কাল হয় দাঁড়ালো । দুই লেগ মিলিয়ে ৫–২ গোলে এগিয়ে থেকে শেষ ৮ নিশ্চিত করেছে পিএসজি।
কাল ম্যাচে পিএসজি কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে এগিয়ে গিয়েছিল । পরে বার্সেলোনা মেসির দূরপাল্লার শটের গোলে সমতা ফেরে । পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে আর্জেন্টাইন তারকার পেনাল্টি ঠেকিয়ে দেন ।পরে দ্বিতীয়ার্ধে পিএসজিকে প্রচণ্ড চাপে রেখেও গোলসংখ্যা বাড়াতে পারেনি বার্সিলোনা ।
আগের রাতেই জুভেন্টাসপোর্তের সঙ্গে দুই লেগ মিলিয়ে পিছিয়ে পড়ে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে । ক্রিস্টিয়ানো রোনালদোরও বিদায় ঘটেছে । মেসিও বিদায় নিলেন গতকাল । এর মানে ২০০৫ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বিশ্ব সেরা দুই তারকা মেসি–রোনালদো কেউই থাকছেন না।
GIPHY App Key not set. Please check settings