চলতি দশকে চাঁদে নভোচারী ছাড়া কয়েকদফা মিশন পরিচালনা করেছে চীন। এর মাঝেই তারা চাঁদে প্রতিষ্ঠা করতে চলেছে গবেষণা স্টেশন। তবে এর সাথে দীর্ঘদিনের জন্য মহাকাশের স্টেশনটিতে নভোচারী রাখার পরিকল্পনা করছে দেশটি। খবর, চীনের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম।
চীন তাদের পরিচালিত কয়েকদফা মিশনে চাঁদের মানচিত্র সংগ্রহ এবং চাঁদের দক্ষিণ মেরুতে রোবটিক ঘাঁটি তৈরি করেছে। এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে মূলত চীনা নভোচারীদের অবতরণের পরিকল্পনা নিয়ে। বর্তমানে সেখানে বৈজ্ঞানিক গবেষণা চালাচ্ছে দেশটি।
সেক্ষেত্রে চাঁদে চীনের গবেষণা স্টেশন নির্মাণের প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হওয়ার উপর নির্ভর করছে তাদের নতুন পরিকল্পনার বাস্তবায়ন। তবে চীনের চন্দ্র অভিযান কর্মসূচির প্রধান নকশাবিদ উ উইরেন আশাবাদী, প্রকল্পটিতে বেইজিং সফল হলে চাঁদের বুকে মানুষ পাঠানোর বিষয়ে খুব কাছেই থাকবে চীন।
উ উইরেন বলেন, মার্কিন নভোচারীরা মাত্র কয়েক ঘন্টা চাঁদের বুকে অবস্থান করেছিলেন। কিন্তু চীনের নভোচারীরা দীর্ঘ সময়ের জন্য চাঁদে যাবেন।
গত সপ্তাহে একটি প্রাথমিক চুক্তিতে সই করেছে চীন ও রাশিয়া। সেখানে বলা হয়েছে আন্তর্জাতিক একটি চন্দ্র গবেষণা স্টেশন প্রতিষ্ঠা করা হবে, যা এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে।
GIPHY App Key not set. Please check settings