চলে গেলেন কম্পিউটার মাউসের সহ-উদ্ভাবক উইলিয়াম ইংলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। জুলাইয়ের ২৬ তারিখে ক্যালিফোর্নিয়ায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিল জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে ১৯২৯ সালে। প্রকৌশলী ও উদ্ভাবক। মার্কিন নেভিতে যোগ দেওয়ার আগে বিশ্ববিদ্যালয়ে বৈদ্যুতিক প্রকৌশল নিয়ে পড়ালেখা করেন তিনি।
প্রথম মাউস ১৯৬৩ সালে তৈরি করেন তিনি। মাউসের ধারণা অবশ্য তার নয়, সহকর্মী ডাগ এঙ্গেলবার্টের। দু’জনেই ওই সময়টিতে প্রাথমিক কম্পিউটিং নিয়ে কাজ করছিলেন।
শুধু মাউসের সহ-উদ্ভাবক বললে ভুল হবে, বলা চলে প্রথম মাউস ব্যবহারকারীও তিনি। স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে এঙ্গেলবার্টের গবেষণা প্রকল্পের অধীনে প্রথম মাউসটি তৈরি করেন তিনি। ধারণা এঙ্গেলবার্টের থাকলেও পুরো কারিগরি কাজটিই নিজে করেছিলেন ইংলিশ।
বাটনসম্পন্ন বাদামি কাঠের বাক্স ছিল মাউসের প্রথম সংস্করণটি। নিচে দুটি চাকা ছিল যা ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে চলতে পারতো এবং খাড়া ও সমান্তরাল নড়াচড়া রেকর্ড করে রাখতো। “আমরা লেখা সম্পাদনা নিয়ে কাজ করছিলাম – মূল লক্ষ্য ছিল এমন ডিভাইস তৈরি করা যা দিয়ে বর্ণ এবং শব্দ নির্বাচন সম্ভব হবে।” – ১৯৯৯ সালে কম্পিউটার হিস্টোরি মিউজিয়ামকে বলেছিলেন ইংলিশ।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings