in ,

গ্র্যামির ৬৩তম রজনী যেন নারী শিল্পীদের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টার। রোববার রাতে সেখানেই বসেছিল এ বছরের বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসর। সে রাতে বিশ্বের সবচেয়ে উজ্জ্বল তারকারা ৬৩তম গ্র্যামি অ্যাওয়ার্ডের রাতকে করেছিলেন ঝলমলে।

দেখা গেল, বিশ্বসংগীতে এই মুহূর্তে নারীদেরই জয়জয়কার। মঞ্চ সাজানো হয়েছিল কণ্ঠশিল্পীদের দুর্দান্ত সব কীর্তিকে স্বীকৃতি দিতে। প্রথম চারটি সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন চার নারী। আর এ আসরের আলাদা অধ্যায় হয়ে থাকবেন বিয়ন্সে ও টেইলর সুইফট।

প্রথম নারী হিসেবে তিনবার সেরা অ্যালবামের পুরস্কার উঠেছে টেইলর সুইফটের হাতে। আর বিয়ন্সে ছাড়িয়ে গেছেন সব রেকর্ড। তাঁর শোকেসে একে একে জড়ো হয়েছে ২৮টি গ্র্যামি (মেয়ে ক্লু আইভির গ্র্যামিটা ধরলে ২৯টি)। গত বছর গ্র্যামির ইতিহাসকন্যা বিলি আইলিশের হাতে উঠেছে ‘রেকর্ড অব দ্য ইয়ার’–এর পুরস্কার।

এই মঞ্চে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকে সম্মান জানিয়ে রাখা হয়েছিল বিশেষ আয়োজন। জর্জিয়ার আটলান্টার ২৬ বছর বয়সী র‌্যাপার লিল বেবি গান পরিবেশন করেন সেখানে। বিয়ন্সের ‘ব্ল্যাক প্যারেড’ও নতুন রূপে এসেছে এবারের মঞ্চে। মেগান দি স্ট্যালিয়ন তো সেরা নয়া শিল্পী হিসেবে নিজের কানে নিজের নাম শুনেও বিশ্বাস করতে পারছিলেন না। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দক্ষিণ আফ্রিকান কমেডিয়ান ট্রেভর নোয়াহ।

Report

What do you think?

Written by Sabbir Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

শিগগির পূর্ণ বেতন পাচ্ছেন না বিমান কর্মীরা

সর্ব কালের ৫টি সেরা মিউজিক ব্যান্ড ।