ড্যান্ড্রাফ বা খুশকি সমস্যাটি যতটা না কষ্টের তার থেকে বেশি লজ্জার! ইদানিং নানা কারনে চুলে খুশকি হলে খুব জ্বালাপোড়া করে এমনকি চুল ওঠা শুরু করে। অনেকেই ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করে পরিত্রাণ পেতে চান। তবে আপনি জানলে খুশি হবেন যে, আপনার ঘরোয়া টোটকাতেই খুশকি থেকে এবার মুক্তি পাবেন! আজ জানবো পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়া চুলের খুশকি দূর করায় ঘরোয়া তিনটি উপায়।
নিম:
নিমপাতার পাতার একটি পেস্ট তৈরি করুন, একবাটি দইয়ে এই পেস্ট মিশিয়ে মাথায় লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে দিয়ে ভালো করে ধুয়ে নিন। নিমের অ্যান্টিফাঙ্গাল উপাদান ড্যান্ড্রাফের সঙ্গে দারুণ ভাবে কাজ করে।
আমলা:
ভিটামিন সি সমৃদ্ধ আমলা খুশকি প্রতিরোধ করে। আমলা গুঁড়ো করে পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। ৮ থেকে ১০টা তুলসী পাতা অল্প করে পানি দিয়ে পেস্ট করে আমলার পেস্টের সাথে মেশান। হাত দিয়ে চুলের গোড়ায় লাগান পেস্টটি। প্রায় ৩০ মিনিট রেখে ঠাণ্ডা পানিতে শ্যাম্পু করে নিন।
ডিমের সাদা অংশ ও লেবুর রস:
একটি ছোট পাত্রে দুটি ডিমের সাদা অংশ নিয়ে এক চামচ লেবুর রস মেশান। আধ ঘণ্টার জন্য চুলে লাগিয়ে রেখে দিন, তারপর শ্যাম্পু যাতিও দিয়ে ধুয়ে ফেলুন। ডান্ড্রফ খুব শীঘ্রই অদৃশ্য হয়ে যাবে। ডিমের সাদা অংশ প্রোটিন সমৃদ্ধ, যা চুলের ভাল স্বাস্থ্যের জন্য অপরিহার্য।
GIPHY App Key not set. Please check settings