in , ,

কোটি টাকার মামলা দীঘির বিরুদ্ধে ।

পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটিকে কেন্দ্র করে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির ওপর অভিমান করেছেন । তিনি অভিমানে দীঘির বিরুদ্ধে মামলার হুমকিও দিয়েছিলেন । কিন্তু হুমকিতে সীমাবদ্ধ নেই আর সেটি। ঝন্টু কথামতো কাজ করেছেন ।

এ প্রবীণ নির্মাতা বুধবার (১০ মার্চ) দুপুরে দীঘির বিরুদ্ধে আদালতে মানহানি মামলা করেছেন । তিনি একটি নিউজ চ্যানেলকে মোবাইল ফোনে বিষয়টি জানিয়েছেন । ‘দীঘি, তার বাবা এবং মামা তিনজনের বিরুদ্ধে মামলা করেছি’  নির্মাতা ঝন্টু বলেন ।

 মামলা করেছেন কত টাকার ? এমন প্রশ্নের উত্তরে এ নির্মাতা বলেন ‘আমার সম্মান ১০ কোটি টাকার । আমি পৃথিবীতে সিনেমার গল্প সবচেয়ে বেশি লিখেছি ‘ ।  আমি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি চলচ্চিত্র বানিয়েছি। ১০ কটি ত কম ।  আমি মানহানি মামলা করেছি এক কোটি টাকার । তার (দীঘি) থেকে অনেক বেশি আমার সম্মান । ঝন্টু আরো জানান  ‘নায়িকাই বলেছে ছবিটি চলবে না। মানুষ যাবে কেন? তার এত বড় সাহস! মুক্তির আগে চলবে না বললে তো সে (দীঘি) পরিচালক এবং প্রযোজকদের জন্য হুমকি। এটা হয়ে যাবে একটা  কালচার । অন্য নায়ক-নায়িকারাও বলবে একি কথা ।

নির্মাতা ঝন্টুকে ‘সরি’ বলেছেন দীঘি  গত মঙ্গলবার (৯ মার্চ) । তার ভাষায়, আমি জানি না ‘ঝন্টু আংকেল আমার ওপর কেন এত রাগ করেছেন । আমি এমন কোনো মন্তব্য করিনি যে, উনি আমার নামে মামলা করবেন । আমার গুরুজন উনি । একজন সম্মানের মানুষ উনি আমার কাছে । আমি   কোনোভাবে উনাকে দুঃখ দিয়ে থাকি তাহলে আমি এর জন্য ক্ষমা চেয়েছি ।

দীঘির শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিল । জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেনকাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলীওয়ালা’ সিনেমায় অভিনয় করে ।  দীঘি শিশুশিল্পী হিসেবে মোট ৩০টি সিনেমায় অভিনয় করেছেন । তিনি নায়িকা হিসেবে ফিরেছেন । ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাতে অভিনয় করেছেন । তাকে ‘বঙ্গবন্ধু’ বায়োপিক এবং ‘শেষ চিঠি’ ওয়েব ফিল্মে দেখা যাবে ।

Report

What do you think?

Written by Sabbir Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার

আশরাফুলের সাথে মাওয়া ঘাটে ইলিশ খাওয়া | ইলিশের লেজ ভর্তার রেসিপি