in

কিম জং উনের বিলাসবহুল জীবন।

আধুনিক বিশ্বের রাজনীতিতে সিক্রেটিভ, বোম্বাস্টিক, ড্যাশিং ও উদ্ভট সব নীতিতে চলা এবং দেশ চালানো কয়েকজন নেতার নাম বলা হলে উত্তর কোরিয়ান নেতা কিম জং উনের নাম নিঃসন্দেহে উপরের সারিতে থাকবে। তার সিকুরিটি, বিলাসবহুল জীবন, মন্ত্রীসভায় তার অদ্ভুত নিয়মকানুন সম্পর্কে ইদানিং বিশ্বে অনেক কানাঘুষা শোনা যায়। তার সম্পর্কে পরিপূর্ণভাবে তার দেশের মানুষ তো দূরে থাক, রাজনীতিতে তার সবচেয়ে কাছের লোকেরাও তেমন কিছুই জানেনা। তিনি যখন রাষ্ট্রীয় সফরে কোনো দেশে যান তখন একইসাথে দুইটি প্লেন পাশাপাশি যায়, যাতে বোঝা না যায় কোনটিতে তিনই ভ্রমন করছেন। এরকম আরো অনেক উদ্ভট, মাস্টার মাইন্ডিনং ফ্যাক্টস তার জীবন জুড়ে ছড়িয়ে আছে, যার অধিকাংশই রহস্যের চাদরে আবৃত। আজকের পোস্টে আমরা কিম জং উনের লাইফস্টাইল সম্পর্কে আপনাদের সাথে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস শেয়ার করবো। চলুন শুরু করা যাক।

#1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#2

২০১১ সালে পিতার মৃত্যুর পরে কিম জং উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতায় পরিণত হোন। তার সম্পদ সম্পর্কে তার নিজেরও ঠিকঠাক আইডিয়া নেই। তবে ধারণা করা হয় কিম জং উনের সব প্রোপার্টি ভেলু ৫ বিলিয়ন মার্কিন ডলারের উপরে। বাংলাদেশি টাকায় যার পরিমান ৪২ হাজার কোটি টাকার বেশি। তার এই সম্পদের বেশিরভাগ আসে অবৈধ ডার্ক ওয়েবের ব্যাবসা যেমন অস্ত্র, ড্রাগ,পতিতা, হ্যাকিং ইত্যাদি থেকে। তিনি প্রতিবছর তার বিলাসবহুল জীবনের পেছনে ৬০০ মিলিয়ন মার্কিন খরচ করে থাকেন। প্রতিবছর বিপুল পরিমানে জার্মান এবং আমেরিকান মদ তিনি তার জন্য আনিয়ে থাকেন। যার একেকটি বোতলের গড় মূল্য দেড় লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#3

তার জনগন যেখানে মানবেতর জীবন যাপন করে সেখানে তিনি এত হাজার হাজার কোটি টাকা বানের জলে ভাসিয়ে দেন। ২০১৫ সালের উত্তর কোরিয়ার একটি প্রতিবেদন নজরকাড়ার মত ছিল। যারা সরকারের তরফ থেকে রেশন পায় তাদের জন্য প্রাত্যহিক বরাদ্দ ছিলো মাত্র ২৫০ গ্রাম খাদ্যশস্য যা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বেধে দেওয়া আদর্শ পরিমাপের অর্ধেকের চেয়েও কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#4

তিনি ফ্রান্সের বিখ্যাত ইয়েভস সেন্ট লরেন্ট সিগারেট পান করে থাকেন, যার একেকটি প্যাকেটের বর্তমান বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার টাকার আশেপাশে।

অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল এর এক রিপোর্ট অনুযায়ী, কিম জং উন তার দেশে সাধারণভাবে ইন্টারন্যাশনাল ফোন কলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। প্রত্যেকের ফোনে আড়িপাতার জন্য তার রয়েছে সুগঠিত টেকনোলজি টিম। যখন কারো ইমার্জেন্সি ভাবে ইন্টারন্যাশনাল কল প্রয়োজন হয় তখন সে বর্ডারে চাইনিজ স্মাগলিং ফোন ব্যবহার করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#5

কিম তার নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য ১৩০ জন ডাক্তারের একটি টিম গঠন করেছে। যার মধ্যে ডাক্তারির প্রায় সব সেক্টরের বিশেষজ্ঞ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#6

কিমের নিজস্ব গাড়ির গ্যারেজ রয়েছে যেখানে ১০০ এর উপরে গাড়ি আছে, যা পৃথিবীর নামি-দামি সব ব্র‍্যান্ডের। তার কাস্টমাইজ S600 মার্সিডিজ বেঞ্জ গাড়ির দাম ১.৭ মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি প্রায় সাড়ে ১৪ কোটি টাকার মত। এছাড়া তার প্রায় একই দামের একটি প্রাইভেট জেট রয়েছে। উন্নত প্রযুক্তি, হাইটেক সিকিউরিটি, বিলাসবহুল সব ইকুইপমেন্ট তার গাড়ি এবং জেটকে করেছে অন্য সবার থেকে আলাদা।

তবে পরিশেষ এ বলতে চাই কিম জং উন এর সম্পর্কে প্রাপ্ত তথ্যের বেশিরভাগেরই তেমন কোনো ভিত্তি নেই। কারণ তার অফিশিয়াল ওয়েবসাইটে তার সম্পর্কে তেমন কোনো তথ্য প্রকাশ করা হয়না। তবে কথায় আছে "যা রটে তা কিছু হলেও বটে"। এই রহস্যের চাদরে ঘেরা উদাসীন এবং বিলাসবহুল নেতা জনগন বান্ধব নেতায় পরিণত হোক। এটাই আমাদের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Written by Azaher Ali Rajib

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0
4

ছবির ঘর-১৮.০৮.২০২০

আকাশ –খুটি হীন এক অবাস্তব বিষ্ময় এবং. . . (Open list) (1 submission)