ধসে পড়েছে রাজধানীর বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার । ২ চীনা নাগরিকসহ ৬ জন আহত হয়েছেন এ ঘটনায় । এই দুর্ঘটনা ঘটে রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর রেল স্টেশনের সামনে । তবে, এরই মধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া
এ তথ্য নিশ্চিত করেন কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম । শফিকুল ইসলাম বলেন ‘সকাল সাড়ে ১০টার দিকে গার্ডার ভাঙার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আহত ৬ জনই এলিভেডেট এক্সপ্রেসওয়ের কর্মী। তাদের মধ্যে চীনের ২ নাগরিককে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এবং বাংলাদেশি কর্মীদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ারসার্ভিস কর্মীরা জানান বিমানবন্দর মোড় এলাকায় এলিভিটেড এক্সপ্রেসওয়ের পিলারের ওপর গার্ডার বসানোর সময় তা ধসে পড়ে । ফায়ার সার্ভিস বলছে ঠিক কী কারনে এই গার্ডার ধসে পড়ল তা তদন্তের পর জানা যাবে । দুর্ঘটনার পর চলাচলে কিছুক্ষণ বিঘ্ন ঘটলেও বর্তমানে সড়কের যান চলাচল স্বাভাবিক।
source : INDEPENDENT NEWS
GIPHY App Key not set. Please check settings