in ,

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে বড় বিক্ষোভ

নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে শনিবার রাতে বিক্ষোভ করেছে হাজার হাজার লোকজন। ইসরায়েলের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শনিবারের বিক্ষোভটি ছিল আগের যেকোনও বিক্ষোভের চেয়েও অনেক বড়। যেখানে প্রায় ২০ হাজার মানুষ অংশ নিয়েছেন। দুর্নীতিবাজ নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চান না বলে স্লোগান তুলেছেন। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের গণজমায়েতের কারণে সবদিকের রাস্তা বন্ধ হয়ে যায়। পুলিশ বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। তারা নেতানিয়াহুর বাসভবনের সামনে অবস্থান নিয়ে নানা রকম স্লোগান দিতে থাকে। আবার কেউ কেউ ঢোল ও হর্ন বাজিয়ে স্লোগান দেন। 

করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে না পারা, ঘুষ, স্বজনপ্রীত, জালিয়াত ও দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযুক্ত নেতানিয়াহুর জন্য এবারের নির্বাচনটা সত্যিকার অর্থেই একটা অগ্নিপরীক্ষা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

Report

What do you think?

Written by Sabbir Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

ফোন ফেরত দিতে গিয়ে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী

হিজবুল্লাহকে কেন ভয় পাচ্ছে ইসরায়েল?