ইরান ও পাকিস্তানি নৌবাহিনী ইরানের বন্দর আব্বাস ও লার্ক দ্বীপের পার্শ্ববর্তী অঞ্চলে যৌথ নৌ-মহড়ায় অংশ নিচ্ছে। ইরানের মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নৌবিদ্যা ও গোয়েন্দা অভিজ্ঞতার আদান-প্রদান, আঞ্চলিক সমুদ্র বাণিজ্যের নিরাপত্তা মজবুত করা এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে এই নৌ-মহড়া অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে শনিবার পাকিস্তানি নৌবাহিনীর দুইটি জাহাজ পারস্য উপসাগর তীরের ইরানি সমুদ্রবন্দর বন্দর আব্বাসে নোঙর করে। আগামী ৬ এপ্রিল পর্যন্ত এই জাহাজ বন্দর আব্বাসে অবস্থান করবে।
প্রতি বছর এপ্রিলে পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ রীতি অনুযায়ী বন্দর আব্বাসে আসলেও গত বছর করোনাভাইরাস মহামারিতে এর ব্যতিক্রম হয়।
GIPHY App Key not set. Please check settings