ভ্যাকসিন নেয়ার মাত্র দুদিন পরই নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার দেশটির ফার্স্টলেডি ইমরানপত্নী বুশরা মানেকাও কোভিড-১৯ আক্রান্ত হলেন।
পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী জুলফিকার বুখারি এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
বুখালি টুইটে লিখেছেন, ‘আমাদের ফার্স্টলেডি করোনা আক্রান্ত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও ফার্স্টলেডির দ্রুত আরোগ্য কামনা করছি। আল্লাহ তাদের আরোগ্য দান করুন।’
গতকাল শনিবার ইমরান খানের স্বাস্থ্যবিষয়ক জাতীয় উপদেষ্টা ফয়সাল সুলতান এক টুইটে ইমরান খানের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান।
পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন-এর খবরে বলা হয়েছে, একই দিন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি কোভিড-১৯ এর আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা সেলফ আইসোলেশনে রয়েছেন।
গেল বৃহস্পতিবার (১৮ মার্চ) ইমরান খান করোনার টিকা নেন। আগের দিন বুধবার টিকা নেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী।
এদিকে ইমরান খানের আরোগ্য কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় লিখেছেন, ‘কোভিড-১৯ থেকে ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করছি, তার জন্য শুভকামনা।’
GIPHY App Key not set. Please check settings