১. কাঁচা আম কুচি— ১ কাপ
২. বিট লবণ— ১ চা চামচ
৩. চিনি— স্বাদমতো
৪. লেবুর রস— ১ চা চামচ (ইচ্ছা হলে)
৫. পুদিনা পাতা— ৮-১০টি
৬. ধনেপাতা কুচি— ২ চা চামচ
৭. ভাজা জিরার গুঁড়া— আধা চা চামচ
৮. ঠাণ্ডা পানি— পরিমাণমতো
যেভাবে বানাবেন
প্রথমে একটি ব্লেন্ডারে আম কুচি দিয়ে নিন। এখন সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে ঢেলে পুদিনা পাতা ও বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার কাঁচা আমের জুস।
GIPHY App Key not set. Please check settings